টাইটানিক দেখতে যাওয়ার ইচ্ছা ছিল না পাকিস্তানি ধনকুবেরের ছেলে সুলেমানের

0
119
পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদের ছেলে সুলেমান দাউদ।

পাকিস্তানের ধনকুবের শাহজাদা দাউদের ছেলে সুলেমান দাউদ। পাঁচ আরোহী নিয়ে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যাওয়া ডুবোযান টাইটান ‘ভয়ংকর বিস্ফোরণে’ তার মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তার ফুফু বলেন, সাবমেরিনে করে টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে রওনা করার কয়েক দিন আগে থেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন ১৯ বছর বয়সী সুলেমান দাউদ। তবে শেষ পর্যন্ত বাবা দিবস উপলক্ষে বাবাকে খুশি করতে এ বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী টাইটান সাবমেরিনে চড়েছিলেন।

বৃহস্পতিবার এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সুলেমানের ফুফু আজমেহ দাউদ এসব কথা বলেছেন। খবর এনডিটিভির

শাহজাদার বড় বোন আজমেহ বলেন, সুলেমান তার এক আত্মীয়কে জানিয়েছিলেন, তিনি টাইটানিকের ধ্বংসাবশেষ দেখতে যেতে চাইছেন না। তার ভয় লাগছিল। তবে ভ্রমণের তারিখটি বাবা দিবসের সপ্তাহে পড়ায় বাবাকে খুশি করতে ভ্রমণে রাজি হন তিনি। কারণ, তার বাবা শাহজাদা টাইটানিকের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন।

আমস্টারডামের বাড়ি থেকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে আজমেহ আরও বলেন, ‘সুলেমানের কথা মনে পড়ছে। ১৯ বছর বয়সী ছেলেটি হয়তো একটু শ্বাস নেওয়ার জন্য ছটফট করেছে।’

সমুদ্র পর্যটনে সাবমেরিনটি পাঠিয়েছিল যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান ওশানগেট। গতকাল প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, এ দুর্ঘটনায় সাবমেরিনটির পাঁচ আরোহীই মারা গেছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.