টাইগারদের ৫১১ রানের লক্ষ্য দিলো শ্রীলঙ্কা

0
52
শ্রীলঙ্কা

চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টেস্টে ৫১০ রান করে ইনিংস ঘোষণা করেছে শ্রীলঙ্কা। অর্থাৎ এই ম্যাচ জিততে হলে টাইগারদের ৫১১ রান করতে হবে।

আগের দিন ১০২ রানে ৬ উইকেট নিয়ে মঙ্গলবার (২ এপ্রিল) চতুর্থ দিনের খেলা শুরু করে শ্রীলঙ্কা। তৃতীয় দিন শেষে ৩৯ রান করা অ্যাঞ্জেলো ম্যাথিউস এদিন হাফ সেঞ্চুরি তুলে নেন। যদিও ৫৬ রানের মাথায় সাকিবের বলে বোল্ড হয়ে ফিরতে হয়েছে এই লঙ্কান ক্রিকেটারকে। এরপর মাত্র ৪ ওভার ব্যাট করে সাত উইকেট হারিয়ে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করেন শ্রীলঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। ততক্ষণে টাইগারদের সামনে ৫১১ রানের লক্ষ্য দাঁড়ায়।

ম্যাচের প্রথম ইনিংসে ৫৩১ রান সংগ্রহ করে শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৭৮ রান করে অলআউট হয়ে যায় বাংলাদেশ। পরে প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে লঙ্কানরা।

এদিকে, এই টেস্ট জিততে হলে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব। কারণ চলতি সিরিজে কোনো ইনিংসেই ২০০ রান করতে পারেনি বাংলাদেশ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.