ঝাড়খণ্ড থেকে আসছে আদানির ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ

0
93
আদানির বিদ্যুৎ, ছবি: রয়টার্স

ঝাড়খণ্ডের গোড্ডায় নবনির্মিত বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ চালু করেছে আদানি গ্রুপ। রোববার কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৮০০ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন দুটি ইউনিটের মধ্যে প্রথমটি চালু করা হয়েছে। সেখান থেকে বাংলাদেশে ৭৪৮ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

আজ সোমবার এ খবর জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

আদানি পাওয়ারের সিইও এসবি খ্যালিয়া বলেন, এই কেন্দ্রটি বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ সহজ করবে, শিল্প ও ইকোসিস্টেমকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। এটি ভারতের সবচেয়ে পরিবেশবান্ধব তাপবিদ্যুৎ কেন্দ্র হতে চলেছে।

আদানি পাওয়ার বলছে, গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রটি আমদানি করা কয়লাচালিত, এতে বিদ্যুতের গড় খরচ কমবে। উচ্চ শুল্কসহ গ্যাস এবং ডিজেল চালিত বিদ্যুতের ওপর বেশি নির্ভরশীল হওয়ায় বাংলাদেশ বিদ্যুৎ সংকটের মুখোমুখি রয়েছে।

২০১৭ সালে আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ ক্রয় চুক্তি করা হয়। চুক্তি অনুসারে আদানি গ্রুপের কোম্পানি আদানি পাওয়ারের বিদ্যুৎকেন্দ্রটি থেকে ২৫ বছর ধরে বিদ্যুৎ কিনবে পিডিবি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.