জাপানে ৭০০০ নতুন দ্বীপের সন্ধান

0
105
জাপানে সাত হাজারের বেশি নতুন দ্বীপ

জাপানে সাত হাজারের বেশি নতুন দ্বীপের সন্ধান পাওয়া গেছে। সম্প্রতি দেশটি তাদের দ্বীপ পুনর্গণনা করেছে। এই গণনায় আগের চেয়ে সাত হাজারের বেশি নতুন দ্বীপের খোঁজ পাওয়া গেছে।

দেশটির জিওস্প্যাশিয়াল ইনফরমেশন অথরিটি (জিএসআই) ডিজিটাল ম্যাপিংয়ে সম্প্রতি নিশ্চিত হয়েছে, জাপানের ভূখণ্ডে ১৪ হাজার ১২৫টি দ্বীপ আছে, যা সরকারি হিসাবে দ্বিগুণেরও বেশি, ৭ হাজার ২৭৩টি। ১৯৮৭ সালে জাপান কোস্টগার্ডের এক প্রতিবেদনে বলা হয়েছিল, দেশে ৬ হাজার ৮৫২টি দ্বীপ আছে। এ সংখ্যাই এত দিন দেশে সরকারিভাবে ব্যবহার করা হয়েছে।

কিন্তু তখন এত আধুনিক প্রযুক্তি না থাকার কারণে অনেক দ্বীপ হিসাব থেকে বাদ পড়ে থাকতে পারে- তেমনই ধারণা দিয়েছে জিএসআই।

চলতি সপ্তাহে জিএসআই বলেছে, নতুন দ্বীপের এই সংখ্যা জরিপ প্রযুক্তিতে অগ্রগতি এবং গণনার জন্য ব্যবহৃত মানচিত্রের বিশদ প্রতিফলন ঘটিয়েছে।

তবে নতুন এতগুলো দ্বীপ পাওয়া গেলেও এতে জাপানের ভূভাগের সামগ্রিক অঞ্চল বেড়ে যায়নি। দ্বীপগুলোর বিস্তারিত তথ্য কেবল এতদিন পর হাতে এসেছে।

জাপানের চারদিকে থাকা দ্বীপগুলো নিয়ে প্রতিবেশীদের সঙ্গে দ্বন্দ্ব আছে দেশটির। রাশিয়ার দখলে থাকা দক্ষিণ কুরিল দ্বীপপুঞ্জকে জাপান নিজের বলে দাবি করে। টোকিও একে নর্দান টেরিটোরি বলে থাকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.