জনপ্রিয় এই গানের জন্য ১৬ হাজার কেজি টমেটো আমদানি করা হয়, কত খরচ হয়েছিল

0
112
‘এক জুনুন’ গানের দৃশ্য

গানটিতে স্পেনের জনপ্রিয় ‘লা টোমাটিনা ফেস্টিভ্যাল’ দেখানো হয়। যেখানে টমেটো উৎসবে মেতে উঠতে দেখা যায় হৃতিক রোশান, ক্যাটরিনা কাইফ, ফারহান আখতারদের। সম্প্রতি গানটির শুটিং নিয়ে নতুন তথ্য প্রকাশ করেন ছবিটির প্রযোজক। খবর টাইমস অব ইন্ডিয়া

২০১১ সালের ১৫ জুলাই মুক্তি পায় ‘জিন্দেগি না মিলেগি দোবারা’। ছবিটি মুক্তির ১৩তম বার্ষিকীতে প্রযোজক রিতেশ সিধওয়ানি জানিয়েছেন, ‘এক জুনুন’ গানটির শুটিংয়ে ১৬ টন বা ১৬ হাজার কেজি টমেটো ব্যবহৃত হয়।

‘এক জুনুন’ গানের দৃশ্য
‘এক জুনুন’ গানের দৃশ্যটুইটার

তবে সে টমেটো জোগাড় করতে গিয়েও কম ঝক্কি পোহাতে হয়নি। রিতেশ বলেন, ‘উৎসবকে বাস্তবসম্মত রূপ দিতে অনেক টমেটো পর্তুগাল থেকে আমদানি করতে হয়েছিল। স্পেনে তখনও টমেটো পাকেনি। ফলে পর্তুগাল থেকেই ১৬ টন টমেটো আমদানি করতে হয়েছিল।’ তিনি আরও জানান, এই টমেটো আমদানি করতে তখনকার এক কোটি রুপি খরচ হয়েছিল।

রিতেশ বলেন, স্পেনের বুনওয়েল শহরের একটি বড় অংশ জুড়ে চলে শুটিং। এই ছবির শুটিং চলাকালে গোটা শহর বন্ধ রাখতে হয়।

‘এক জুনুন’ গানের দৃশ্য
‘এক জুনুন’ গানের দৃশ্যটুইটার

পরিচালক যোয়া আখতারের ভাষ্য, ‘উৎসবটি ভারতের দোলের মতো। রং দিয়ে নয়, সেখানে টমেটো দিয়ে হোলি খেলা হয়। দুর্দান্ত সময় কাটিয়েছিলাম আমরা। তবে বড় পর্দায় দেখতেও দারুণ লাগলেও প্রযোজকের রাতের ঘুম প্রায় উড়ে গিয়েছিল।’

ছবিটি নিয়ে সম্প্রতি কথা বলেছেন অভিনেতা হৃতিক রোশানও। তিনি জানান, তাঁর বন্ধুই পরামর্শ দিয়েছিল ছবিটি না করতে। তারপরও নিজের একার সিদ্ধান্তেই যোয়াকে ‘হ্যাঁ’ বলেছিলেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.