কর্মশক্তির ২০ শতাংশেরও বেশি ছাঁটাই করতে যাচ্ছে তথ্যপ্রযুক্তি কোম্পানি ইয়াহু। প্রতিষ্ঠানটির বিজ্ঞাপন শাখায় ব্যাপক সংস্কারের অংশ হিসেবে এই ছাঁটাই করা হবে। সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়েছে, ইয়াহু করপোরেশনের বিজ্ঞাপন শাখার ৫০ শতাংশের বেশি কর্মী চাকরিচ্যুত হতে যাচ্ছেন, সংখ্যায় তা এক হাজার ৬০০ জনেরও বেশি।
সম্প্রতি প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোতে কর্মীছাঁটাইয়ের ঘোষণার হিড়িক পড়েছে। বিশ্লেষকেরা বলছেন, ব্যবসা কমে যাওয়ায় এবং আসন্ন অর্থনৈতিক সংকট মোকাবিলায় এমনটি করছে প্রতিষ্ঠানগুলো। গুগল, মাইক্রোসফট, অ্যামাজন, মেটা, জুমসহ অনেক ছোটবড় কোম্পানির হাজার হাজার কর্মীছাঁটাইয়ের তথ্য এরই মধ্যে জানা গেছে।