চাঁদপুর জেনারেল হাসপাতালে ‘ওয়ান–স্টপ ইমার্জেন্সি কেয়ার’ চালু

0
107
ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি। গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

তাৎক্ষণিক সব ধরনের সেবা নিশ্চিত করতে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ১০ শয্যার ‘ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ার’ চালু করা হয়েছে। হাসপাতালের নিচতলায় স্থাপিত এ কেন্দ্রে ২৪ ঘণ্টা চিকিৎসক-নার্স উপস্থিত থেকে সেবা দেবেন। সেখানে মাত্র ১০ টাকায় কোনো হয়রানি ছাড়াই রোগীরা সেবা পাবেন বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

গতকাল শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান বলেন, সারা দেশে এটিসহ পাঁচটি সরকারি হাসপাতালে এমন ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ার চালু রয়েছে। এর আগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, কক্সবাজার ও ময়মনসিংহ সরকারি হাসপাতালে এ সেবা চালু করা হয়।

উদ্বোধনের পর  ১০ শয্যার ‘ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ার’ পরিদর্শন করছেন অতিথিরা। গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে
উদ্বোধনের পর ১০ শয্যার ‘ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ার’ পরিদর্শন করছেন অতিথিরা। গতকাল চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে

মাহবুবুর রহমান বলেন, হাসপাতালের জরুরি বিভাগে আসা যে রোগীদের অবস্থা বেশি গুরুতর হবে, তাঁদের ওয়ান-স্টপ ইমার্জেন্সি কেয়ারে রাখা হয়। একজন রোগীকে এখানে ২৪ ঘণ্টা পর্যন্ত পর্যবেক্ষণে রাখার পর তাঁর সমস্যা অনুযায়ী সংশ্লিষ্ট ওয়ার্ডে পাঠানো হবে। বর্তমানে এখানে ডেঙ্গু রোগীদের প্রাধান্য দেওয়া হচ্ছে। তাঁদের পরীক্ষা-নিরীক্ষার জন্য কোথাও যেতে হচ্ছে না।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর সিভিল সার্জন মো. সাহাদাৎ হোসেন, ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি জে আর ওয়াদুদ, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম, বিএমএ চাঁদপুর জেলা শাখার সভাপতি এম এম নুরুল হুদা, সাধারণ সম্পাদক মাহমুদুন নবী, সরকারি কৌঁসুলি (পিপি) রঞ্জিত রায় চৌধুরী প্রমুখ।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.