গ্রীস উপকূলে নৌকাডুবিতে এখনও ৫০০ অভিবাসনপ্রত্যাশী নিখোঁজ: জাতিসংঘ

0
159
গ্রীস উপকূলে ডুবে যাওয়া অভিবাসন প্রত্যাশীদের নৌকার এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় জানিয়েছে, গ্রীস উপকূলে ডুবে যাওয়া অভিবাসনপ্রত্যাশীদের নৌকার এখনও প্রায় ৫০০ জন নিখোঁজ রয়েছেন। এদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে বলে জানা গেছে। খবর: বিবিসি’র।

মর্মান্তিক এই নৌকাডুবির ঘটনায় ৭৮ জনের মরদেহ পাওয়া গেছে।

জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় ও জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা আইওএম’র যৌথ বিবৃতিতে বলা হয়, বিপুল সংখ্যক মানুষের নির্মম মৃত্যু বলে দিচ্ছে, পাচারকারীদের বিচারের আওতায় আনা কতটা জরুরি।

জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, আইনগত ও মানবাধিকারের দিক থেকে সাগরে অভিবাসনপ্রত্যাশীদের উদ্ধার কাজ অনেক গুরুত্বপূর্ণ।

গ্রিসের দক্ষিণাঞ্চলীয় পাইলোস উপকূলের ৫০ নটিক্যাল মাইল দূরত্বে সাগরের নৌকাটি ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় গ্রিসের কোস্টগার্ডের দিকে অভিযোগের তীর ছোড়া হচ্ছে। দেশটির তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী আইওনিস সারমাস ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.