গতকালের সহিংসতার ঘটনায় ৭০০ জনের মতো আটক: স্বরাষ্ট্রমন্ত্রী

0
113
সচিবালয়ে কথা বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, গতকাল শনিবারের সহিংসতার ঘটনায় ৭০০ জনের মতো ব্যক্তিকে আটক করা হয়েছে।

আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করে ইলেকশন মনিটরিং ফোরাম। পরে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী গতকালের ঘটনায় আটক ব্যক্তিদের সংখ্যাসংক্রান্ত তথ্য জানান।

আসাদুজ্জামান খান বলেন, সহিংসতায় যাঁদের সংশ্লিষ্টতা থাকবে না, তাঁদের থানা থেকে ছেড়ে দেওয়া হবে। তবে কতজনকে ইতিমধ্যে আদালতে পাঠানো হয়েছে, তার সঠিক সংখ্যা তিনি এখন জানেন না।

‘শান্তিপূর্ণ’ থেকে সংঘর্ষের দিকে রাজনীতি

শুক্রবার ঢাকায় মহাসমাবেশ করার পরদিন গতকাল শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি দিয়েছিল বিএনপি। এ কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশের অবস্থান ছিল কঠোর।

গতকাল অন্তত পাঁচটি জায়গায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।

পুলিশকে ব্যবস্থা নিতে হয়েছে, এখানে দমনের কিছু নেই

অন্যদিকে ‘সতর্ক পাহারার’ নামে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরাও এদিন লাঠিসোঁটা নিয়ে কোনো কোনো জায়গায় সংঘর্ষে জড়ান। সংঘর্ষে বিভিন্ন পক্ষের অনেকে আহত হয়েছেন। বিএনপির অনেক নেতা-কর্মী আটক বা গ্রেপ্তার হয়েছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.