খোকন-কাজলসহ ২৫ আইনজীবীর আগাম জামিন

0
93
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা-ভাঙচুর ও যৌন হয়রানির অভিযোগে করা মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মো. সেলিম ও বিচারপতি মো রিয়াজ উদ্দিন খান সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার তাদের আগাম জামিন মঞ্জুর করেন। সুপ্রিম কোর্টে ভাঙচুর মামলায় পুলিশ রিপোর্ট দেওয়ার আগ পর্যন্ত তাদের আগাম জামিন দেওয়া হয়েছে।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার এম আমীর উল ইসলাম ও এজে মোহাম্মদ আলী।

জামিনপ্রাপ্ত অন্যরা হলেন- বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের অ্যাডহক কমিটির আহ্বায়ক মহসিন রশিদ, সুপ্রিম কোর্ট বারের সংবিধান সংরক্ষণ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মামুন মাহবুব, অ্যাডহক কমিটির সদস্য সচিব শাহ আহমেদ বাদল প্রমুখ।

প্রসঙ্গত, গত ১৬ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপিপন্থি আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনসহ ২৫ জনকে এবং অজ্ঞাত আরও ১০০-১৫০ জনকে আসামি করা হয়। এ মামলায় আসামিদের বিরুদ্ধে এক নারী আইনজীবীকে হেনস্থা ও যৌন হয়রানির অভিযোগও আনা হয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.