কুড়িগ্রামে নদীর পানি আবার বাড়ছে

0
105
কুড়িগ্রামে ধরলা নদীর পানি বেড়ে ডুবে গেছে সড়ক

তিন দিন ধরে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার, ব্রহ্মপুত্রসহ বিভিন্ন নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে। মঙ্গলবার থেকে পানি বাড়ায় স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছেন নদী তীরের মানুষ। এরই মধ্যে সদর উপজেলার বেশ কয়েকটি নিচু এলাকায় পানি ঢুকে পড়েছে।

সদরের পাঁচগাছি ইউনিয়নের বাসিন্দা রুবেল মিয়া বলেন, মঙ্গলবার রাত থেকে ধরলার পানি বাড়ছে। বাড়ির চারিদিকে পানি। ঠিকমতো বাইরে বের হওয়া যাচ্ছে না। হাটবাজারে যেতে সমস্যা হচ্ছে।

এই ইউনিয়নের স্কুল শিক্ষার্থী মো. সাকিব বলেন, আমাদের স্কুলে যাওয়ার রাস্তায় পানি উঠেছে। স্কুলে যেতে কষ্ট হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বুধবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দুধকুমার নদের পানি নুনখাওয়া পয়েন্টে ১৬ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৯১ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র চিলমারী পয়েন্টে ১৯ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৮৯ সেন্টিমিটার, ধরলা সদর পয়েন্টে ২২ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৬৮ সেন্টিমিটার, দুধকুমার পাটেশ্বরী পয়েন্টে ২৮ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন জানান, উজানে ভারী বৃষ্টির কারণে কুড়িগ্রামের সব নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। বিশেষ করে ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি ১৭ জুলাই পর্যন্ত বিপদসীমার কাছাকাছি পর্যন্ত বাড়তে পারে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.