এমএলএম প্রতারণার নতুন ফাঁদ ‘অনপেসিভ’, লেনদেন না করতে সতর্কতা

0
102
বিএফআইইউ

মেটাভার্সের মতো ফরেক্স ট্রেডিংয়ের নামে প্রতারণায় নেমেছে আরেক এমএলএম কোম্পানি ‘অনপেসিভ’। এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন ও প্রচার থেকে বিরত থাকতে সবার প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আজ বৃহস্পতিবার সতর্কতামূলক এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।

অনপেসিভ নামক এমএলএম কোম্পানির প্রতারণামূলক কর্মকাণ্ডের বিষয়ে সতর্কবার্তা শিরোনামে এ বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে বাংলাদেশে বিভিন্ন পঞ্জি স্কিম বা মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) প্রতিষ্ঠান বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছে। সম্প্রতি অনপেসিভ ডট কম নামক একটি ওয়েবসাইট থেকে একই রকম এমএলএম প্রতিষ্ঠান বাংলাদেশে কার্যক্রম পরিচালনার বিষয়ে নজরে এসেছে। অনপেসিভ নামক এই পঞ্জি স্কিমে এরই মধ্যে বাংলাদেশের বিপুল সংখ্যক বিনিয়োগকারী বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন।

এতে আরও বলা হয়, মানিলন্ডারিং প্রতিরোধ আইনে প্রতারণা একটি সম্পৃক্ত অপরাধ। অনপেসিভ বা এ ধরনের প্রতারণামূলক পঞ্জি স্কিমে বিনিয়োগ, লেনদেন, লেনদেনে সহায়তা প্রদান ও প্রচার করে অপরাধ করা থেকে বিরত থাকতে সবাইকে অনুরোধ জানানো যাচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.