এবার দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

0
117
উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়, ছবি: এএফপি

আজ সকালে দক্ষিণ কোরিয়া ও জাপান উভয় দেশের কর্মকর্তারা পিয়ংইয়ংয়ের একটি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তর কোরিয়ার ছোড়া ক্ষেপণাস্ত্রটি প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করে জাপানের পশ্চিম উপকূলের জলভাগে গিয়ে পড়ে।

গত এক সপ্তাহে উত্তর কোরিয়া বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে। তবে আজকের আগে ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ছিল স্বল্পপাল্লার।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ জানিয়েছে, স্থানীয় সময় আজ সকাল ৭টা ১০ মিনিটে উত্তর কোরিয়ার পূর্ব উপকূল থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়ে পিয়ংইয়ং।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি আইসিবিএম বলে নিশ্চিত করেছে।

পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র ছোড়ার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল তাঁর দেশের সেনাবাহিনীকে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন।

১৩ মার্চ দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ সামরিক মহড়া শুরু করে। মহড়ার নাম দেওয়া হয়েছে ‘ফ্রিডম শিল্ড ২৩’। এটি গত পাঁচ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় যৌথ সামরিক মহড়া। এ মহড়া নিয়ে তীব্র আপত্তি জানিয়ে আসছে পিয়ংইয়ং। তাই তারা মহড়া শুরুর আগে-পরে ক্ষেপণাস্ত্র ছুড়ে শক্তি প্রদর্শন করেছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.