এক বছর পর নতুন এমডি পেল ডিএসই

0
101
এ টি এম তারিকুজ্জামান

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন এ টি এম তারিকুজ্জামান। তিনি বর্তমানে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্বে রয়েছেন।

বিএসইসি আজ মঙ্গলবার ডিএসইর এমডি হিসেবে তারিকুজ্জামানের নিয়োগ অনুমোদন করেছে। এদিনই তা চিঠি দিয়ে ডিএসইর চেয়ারম্যানকে জানিয়ে দেওয়া হয়। গত বছরের আগস্টে পদত্যাগ করেন ডিএসইর তৎকালীন এমডি তারিক আমিন ভূঁইয়া। তাঁর পদত্যাগের পর থেকে প্রায় এক বছর ধরে সংস্থাটির এমডি পদটি শূন্য রয়েছে। একাধিক দফায় বিজ্ঞাপন দিয়েও এত দিন এমডি পদে কাউকে নিয়োগ দিতে পারেনি সংস্থাটি।

সর্বশেষ গতকাল সোমবার ডিএসইর পক্ষ থেকে তিনজন সম্ভাব্য এমডির একটি সংক্ষিপ্ত তালিকা পাঠানো হয় বিএসইসিতে। সেই তালিকা থেকে তারিকুজ্জামানকে চূড়ান্ত নিয়োগ দেয় বিএসইসি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.