এই ফোনে তিনটি এআই ক্যামেরা রয়েছে

0
81
রেডমি ১৩সি, শাওমি

বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন এনেছে শাওমি। রেডমি ১৩সি মডেলের এই ফোনের সামনে–পেছনে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তির ৫০, ২ ও ৮ মেগাপিক্সেলের তিনটি ক্যামেরাসহ একটি লেন্স রয়েছে। এর ফলে স্বয়ংক্রিয়ভাবে ভালো মানের ছবি তোলা যায়। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাওমি বাংলাদেশ।

মিডিয়াটেক হেলিও জি৮৫ অক্টা-কোর প্রসেসরে চলা ৬.৭৪ ইঞ্চি পর্দার ফোনটির পর্দার রিফ্রেশ রেট ৯০ হার্জ হওয়ায় স্বচ্ছন্দে গেম খেলার পাশাপাশি ভিডিও দেখা যায়। চোখের সুরক্ষার জন্য রয়েছে রিডিং মোড এবং প্রো-গ্রেড প্রযুক্তিসুবিধা। পাঁচ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির ফোনটিতে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা থাকায় দ্রুত চার্জ করা যায়।

আঙুলের ছাপ শনাক্ত করার প্রযুক্তিনির্ভর ফোনটি তিনটি সংস্করণে বাজারে পাওয়া যাচ্ছে। সংস্করণভেদে ফোনটিতে রয়েছে ৪, ৬ ও ৮ গিগাবাইট র‍্যাম এবং ১২৮ ও ২৫৬ গিগাবাইট ধারণক্ষমতা। দাম যথাক্রমে ১৪ হাজার ৪৯৯, ১৫ হাজার ৯৯৯ ও ১৭ হাজার ৯৯৯ টাকা।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.