উত্তাল সাগরে নেমে কিশোরের মৃত্যু, নিখোঁজ ২

0
122
প্রবল ঘূর্ণিঝড়

আরব সাগরে সৃষ্ট অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’ কারণে জারি করা সতর্কতা উপেক্ষা করে সাগরে নেমে মুম্বাইয়ের এক কিশোর মারা গেছে। নিখোঁজ রয়েছে তার আরও দুই বন্ধু।

লাইফগার্ডরা নিষেধ করা সত্ত্বেও সোমবার ১২ থেকে ১৬ বছর বয়সী পাঁচ কিশোরের একটি দল মুম্বাইয়ের জুহু সৈকত দিয়ে উত্তাল সাগরে নামে। খবর এনডিটিভির

প্রতিবেদনে বলা হয়, সাগরে নামার কিছুক্ষণের মধ্যেই তীর থেকে আধ কিলোমিটার দূরে ভেসে যায় তারা। ঘটনা বুঝতে পেরে লাইফগার্ডের সদস্যরা ছুটে যায়। কিন্তু ততক্ষণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তল্লাশি শুরু করে দমকল, মুম্বাই পুলিশের বিশেষ বাহিনী ও বিপর্যয় মোকাবেলা দলের কর্মীরা। ব্যাপক খোঁজাখুঁজির পর একটি জেটির দড়ি ধরে নিজেকে রক্ষা করা এক কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়।

স্থানীয় জেলেরা আরও দুই কিশোরকে উদ্ধার করে। তাদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুই কিশোরের কোনো খোঁজ পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, সাগর তীরে পিকনিক করতে গিয়েছিল আট কিশোর। তাদেরই পাঁচজন সাগরে নামে আর তাতেই এ শোচনীয় ঘটনা ঘটে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.