ইসরায়েলি দখলদারিত্বের অবসান চাইলেন ওবামা

0
104
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছেন। সেই সঙ্গে দখলদারিত্ব বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার এক সাক্ষাৎকারে ওবামা এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘কোনো গঠনমূলক উদ্যোগ নিতে হলে প্রথমে মেনে নিতে হবে যে, এখানে জটিল পরিস্থিতি চলছে এবং বাইরে থেকে দেখে যা মনে হয়, বিষয়টি ততটা সরল নয়। হামাস যা করেছে, তা ভয়ানক। কিন্তু একই সঙ্গে এটিও সত্য–ফিলিস্তিনিদের বিরুদ্ধে এখন যা চলছে এবং আগে তাদের ভূখণ্ড যেভাবে অধিগ্রহণ করা হয়েছে, তা সহ্যের বাইরে।’

ওবামা যখন প্রেসিডেন্ট হন, তখন মনে করা হয়েছিল, কয়েক দশকের পুরোনো ইসরায়েল-ফিলিস্তিনের দ্বন্দ্ব নিরসন করবেন তিনি। কিন্তু পরবর্তী সময়ে তিনি হতাশ হন এবং দুই মেয়াদে প্রেসিডেন্ট থাকলেও এই দ্বন্দ্ব নিরসনে সক্ষম হননি।

ওবামা বলেন, ‘আমি পেছন ফিরে তাকিয়ে ভাবি, প্রেসিডেন্ট থাকাকালীন আমি এটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কী করতে পারতাম, আর কতটা চেষ্টা করেছি। কিন্তু আমার এমন একটি অংশ এখনও বলে, আচ্ছা, আমি কি অন্য কিছু করতে পারতাম?’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.