ইউক্রেনের বেদখল শহর মেলিতোপোলের পুলিশপ্রধান বোমায় নিহত

0
127
ওলেকসান্দ্র মিশচেঙ্কো। ছবি: সংগৃহীত

ইউক্রেনের জাপোরিঝিয়া প্রদেশের বেদখল হয়ে যাওয়া শহর মেলিতোপোলের পুলিশপ্রধান ওলেকসান্দ্র মিশচেঙ্কো স্থানীয় দলাদলির দ্বন্দ্বে বোমা হামলায় নিহত হয়েছেন। খবর: বিবিসি’র।

রাশিয়ার আগ্রাসনের পর ইউক্রেনের শহরটি হাতছাড়া হয়ে যায়। শহরটির পুলিশপ্রধান ইউক্রেনের প্রশাসনের নেতৃত্ব ছেড়ে নতুন নেতৃত্ব মেনে নেন। শহরের প্রবাসে থাকা মেয়র জানিয়েছেন, পুলিশপ্রধান ওলেকসান্দ্র মিশচেঙ্কো একজন বিশ্বাসঘাতক ছিলেন।

গভীর রাতে পুলিশপ্রধানের বাসভবনের প্রবেশপথে বোমা হামলা চালানো হলে পুলিশপ্রধান নিহত হন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন আগ্রাসনের পর রাশিয়ার দখলে চলে যাওয়া সবচেয়ে বড় শহর মারিওপোল। আর আকারে এই মেলিতোপোলের অবস্থান মারিওপোলের পরই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.