‘আমার ঘনিষ্ঠজন থেকে টিমের সবাই দৃশ্যটি নিয়ে কথা বলেছেন’

0
99
কান উৎসবে জেনিফার লরেন্স।

বয়স মোটে ৩২। এর মধ্যেই অস্কার, বাফটা, গোল্ডেন গ্লোব, সেগ পুরস্কার জিতেছেন জেনিফার লরেন্স। সাংবাদিকদের মুখোমুখি হলেই তাঁর কাছে প্রশ্ন থাকে অভিনয়ের প্রক্রিয়া নিয়ে। নতুন ছবি ‘নো হার্ড ফিলিংস’-এর মুক্তি উপলক্ষে এ প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী।

ইউটিউবভিত্তিক টক শো ‘হট ওয়ানস’কে দেওয়া এক সাক্ষাৎকারে জেনিফার লরেন্স বলেন, ‘যাঁরা মেথড অভিনয় করেন, তাঁদের সঙ্গে কাজ করতে গিয়ে নার্ভাস হয়ে পড়ি। তাঁদের সঙ্গে কীভাবে কথা বলব, সে বিষয়ে আমার কোনো ধারণা নেই। অভিনয়ের অন্য কোনো প্রক্রিয়া দেখিনি, যা আমাকে আগ্রহী করে।’

জেনিফার লরেন্স। ইনস্টাগ্রাম থেকে
জেনিফার লরেন্স।

আগে লিওনার্দো ডিক্যাপিও (ডোন্ট লুক আপ) ও ক্রিশ্চিয়ান বেলের (আমেরিকান হাসল) মতো তারকাদের সঙ্গে অভিনয় করেছেন লরেন্স। তবে তিনি জানিয়েছেন, তাঁদের কেউই পুরোপুরি মেথড অভিনয়নির্ভর নন।

বিয়ে করেছেন জেনিফার লরেন্স

‘আমেরিকান হাসল’-এ বেলের সঙ্গে কাজের সময় তাঁর অভিনয়প্রক্রিয়া ভালোভাবে পর্যবেক্ষণ করেছেন লরেন্স। দিন শেষে অস্কারজয়ী তারকার অভিনয়প্রক্রিয়া তাঁর মনে ধরেছে, ‘ক্যামেরা যখন চালু হচ্ছে, কলাকুশলীরা প্রস্তুতি নিচ্ছেন; অ্যাকশন বলতে মাত্র ১০ সেকেন্ড বাকি, তখনই তিনি (ক্রিশ্চিয়ান বেল) তৈরি হতে শুরু করেন। ভেবে দেখলাম, এটা দুর্দান্ত একটা আইডিয়া। ফলে, আমিও এভাবেই কাজ করতে শুরু করি।’

মেথড অভিনয় নিয়ে হলিউডে বরাবরই নানা রকম আলোচনা হয়। এই তো কিছুদিন আগেই ‘বিরক্তিকর মেথড অভিনয়’ নিয়ে ব্রায়ান কক্স তাঁর সাকসেশন সহকর্মী জেরেমি স্ট্রংকে রীতিমতো ধুয়ে দিয়েছেন।

‘নো হার্ড ফিলিংস’ ছবিতে জেনিফার লরেন্স। আইএমডিবি
‘নো হার্ড ফিলিংস’ ছবিতে জেনিফার লরেন্স।

গত ২৩ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে জেনিফার লরেন্স অভিনীত ‘নো হার্ড ফিলিংস’। সেক্স–কমেডি ঘরানার ছবিটিতে তাঁর বিপরীতে আছেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান।

অনেক দিন পর লরেন্সকে সিরিয়াস ঘরানার বাইরে কমেডি ছবিতে পাওয়া গেল। এ প্রসঙ্গে তিনি জানান, ‘কয়েক বছর ধরেই কমেডি ছবির খোঁজে ছিলাম। অনেকগুলো চিত্রনাট্য পড়েছি। এরপর এটি করতে রাজি হই।’ ছবির একটি দৃশ্যে সমুদ্রসৈকতে লরেন্সকে পুরোপুরি নিরাবরণ হতে দেখা গেছে, যা ভক্ত-দর্শকদের মধ্যে যথেষ্ট কৌতূহল তৈরি করেছে। এ প্রসঙ্গে ছবি মুক্তির আগে ভ্যারাইটিকে অভিনেত্রী বলেছেন, ‘আমার ঘনিষ্ঠজন থেকে টিমের সবাই দৃশ্যটি নিয়ে কথা বলেছেন। জানতে চেয়েছেন, “তুমি কি নিশ্চিত যে এটা করবে?” তবে আমি দ্বিতীয়বার চিন্তা করিনি, আমার কাছে এটা ছিল এক মজার অভিজ্ঞতা।’

‘নো হার্ড ফিলিংস’ ছবিতে জেনিফার লরেন্স। আইএমডিবি
‘নো হার্ড ফিলিংস’ ছবিতে জেনিফার লরেন্স। আইএমডিবি

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.