আমাদের একজন হুমায়ুন ফরীদি ছিলেন

0
114
হুমায়ুন ফরীদি সত্যিই ছিলেন পরিশ্রম আর মেধার যুগলবন্দী

জন্মদিনে তাঁর কিছু কথা মনে পড়ছে। তাঁর বলা কিছু শব্দ গেঁথে গেছে মনে। মৃত্যু নিয়ে বলেছিলেন তিনি। একটি বেসরকারি টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে মৃত্যু নিয়ে তিনি বলেছিলেন, ‘মৃত্যুর মতো এত স্নিগ্ধ, এত গভীর সুন্দর আর কিছু নেই। কারণ, মৃত্যু অনিবার্য। তুমি যখন জন্মেছ, তখন মরতেই হবে। মৃত্যুর বিষয়টি মাথায় থাকলে কেউ পাপ করবে না। যেটা অনিবার্য, তাকে ভালোবাসাটাই শ্রেয়।’

তিনি আরও বলেছিলেন, ‘মৃত্যুকে ভয় পাওয়া মূর্খতা। জ্ঞানীরা মৃত্যুকে ভয় পায় না। মৃত্যুকে আলিঙ্গন করো, গ্রহণ করো, বরণ করে নাও। তাহলে দেখবে জীবন কত সুন্দর।’

তিনি হুমায়ুন ফরীদি, ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকায় তিনি শেষবারের মতো নিশ্বাস ছেড়েছেন পৃথিবীর বাতাসে। কিন্তু দেহান্তর মানেই মানুষের নিশ্চিহ্ন হয়ে যাওয়া নয়। তাঁর সৃষ্টি ও কর্ম মহাকালকে পরাজিত করে কালোত্তীর্ণ হয়ে রয়েছে। আক্ষরিক অর্থে মৃত্যুকে জয় করার উপায় না থাকলেও এভাবেই মৃত্যুঞ্জয়ী হয়ে ওঠেন কেউ কেউ। আজ তাঁর জন্মদিনে সে কথাই মনে পড়ে যায়। আজ সোমবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি ভাস্বর হয়ে উঠেছেন অনুরাগীদের স্মরণে। তিনি আছেন প্রিয়জনদের স্মৃতিতে, কথায়, ছবিতে, পুরোনো নাটক আর চলচ্চিত্রে। আজ সেসব শেয়ার করছেন অনুরাগীরা।

জাগতিক ভ্রমণে থাকলে আজ তাঁর বয়স হতো ৭১। তিনি নেই, সে-ও ১১টি বছর পেরিয়ে গেল। অথচ কী জীবন্ত হুমায়ুন ফরীদি! কত মানুষ আজ তাঁকে স্মরণ করছেন! কেউ কেউ তাঁকে নিয়ে লিখেছেন, কেউ তাঁর কথাগুলো তুলে ধরেছেন। কেউ একটি ছবি দিয়েই লিখেছেন, শুভ জন্মদিন।

হুমায়ুন ফরীদি
হুমায়ুন ফরীদিফাইল ছবি

একটি  ছবি শেয়ার করে অভিনেতা চঞ্চল চৌধুরী লিখেছেন ‘আমাদের একজন হুমায়ুন ফরীদি ছিলেন। শুভ জন্মদিন…ফরীদি ভাই। অনন্তলোকে ভালো থাকুন’। অভিনেতা শতাব্দী ওয়াদুদ চারটি ছবি শেয়ার করে লিখেছেন, শুভ জন্মদিন ফরীদি ভাই! আপনার অনুপ্রেরণায় চলছি! ভালোবাসি অনেক আপনাকে। আপনি আছেন, থাকবেন আমাদের অন্তরে!’
সাজু খাদেম প্রথমে হুমায়ুন ফরীদির একটি মন্তব্যজুড়ে শুভেচ্ছা জানিয়েছেন এভাবে ‘যাকে ভালবাসবে তাকে বুক ভরে ভালোবাসবে’- হুমায়ুন ফরীদি। শুভ জন্মদিন ফরীদি ভাই…আমরা আপনাকে বুক ভরে ভালোবাসি।’ তাঁর স্ট্যাটাসটি শেয়ার করে অভিনেত্রী শানারেই দেবী শানু ‘শুভ জন্মদিন’ লিখে ভালোবাসার ইমো শেয়ার করেছেন।
নাট্যকার ও নির্মাতা শায়ের খান ‘দুই প্রহরের প্রহরী’ নাটকের ছবি দিয়ে স্মৃতিচারণা করে লিখেছেন, হুমায়ূন ফরীদি ছিলেন বাংলাদেশের গ্রেগরি পেক। তাঁর মতো অভিনেতা যুগে যুগে আসে না, শতকে একবার আসে।’ পরিচালক অপূর্ব রানা একটি ছবি শেয়ার করে লিখেছেন, খুব মনে পড়ে লিজেন্ড। তারকা ছাড়াও ফেসবুকে হুমায়ুন ফরীদির অনেক ভক্ত ফেসবুকে শুভেচ্ছা জানিয়েছেন নিজেদের অনুভূতি জানিয়ে, মূল্যায়ন করে।

ফেসবুকে তারকা, ভক্ত বা সহশিল্পীদের মূল্যায়ন বা শুভেচ্ছাবাণীতে একটি বিষয় স্পষ্ট, হুমায়ুন ফরীদির মতো দারুণ সাহিত্যজ্ঞান নিয়ে মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দায় সমানতালে দাপট দেখানোর মতো অভিনেতা বাংলাদেশে হাতে গোনা। এমন বিরল প্রতিভা নিয়ে অভিনয়ের সব মাধ্যমে দাপট দেখিয়েছেন হুমায়ুন ফরীদি। এ কথা অনেকেই বলেন, অভিনেতা হিসেবে তিনি যেমন শক্তিমান, মানুষ হিসেবেও ছিলেন অনন্য।
হুমায়ুন ফরীদির জন্ম ১৯৫২ সালের ২৯ মে ঢাকায়। দুই ভাই ও দুই বোনের মধ্যে হুমায়ুন ফরীদি ছিলেন দ্বিতীয়। ১৯৭০ সালে স্নাতক শ্রেণিতে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জৈব রসায়ন বিভাগে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে স্থগিত হয়ে যায় তাঁর পড়াশোনা। স্বাধীনতার পর অর্থনীতি বিষয়ে ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। মেধার স্বাক্ষর রাখেন প্রাতিষ্ঠানিক ফলাফলে।

হুমায়ুন ফরীদি। ছবি: সংগৃহীত
হুমায়ুন ফরীদি। ছবি: সংগৃহীত

নাটক, চলচ্চিত্র কিংবা মঞ্চ—সবখানেই ছিল হুমায়ুন ফরীদির অবাধ বিচরণ। মঞ্চ দিয়েই শুরু তাঁর পথচলা। প্রথম মঞ্চনাটক কিশোরগঞ্জে মহল্লার নাটকে ১৯৬৪ সালে। প্রথম মঞ্চনাটক নির্দেশনা দেন স্কুলজীবনে—‘ভূত’।
১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয়ে প্রথম নাট্যোৎসব আয়োজনের অন্যতম সংগঠক ছিলেন তিনি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার দিনগুলোতেই ফরীদি সম্পৃক্ত হন ঢাকা থিয়েটারের সঙ্গে। বাংলাদেশ গ্রাম থিয়েটারের সদস্য হিসেবেও অভিনয়ের আলো ছড়িয়ে বেড়ান সারা দেশে। যদিও এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তনাট্য প্রতিযোগিতার মধ্য দিয়ে। এখানে তিনি ‘আত্মস্থ ও হিরণ্ময়ীদের বৃত্তান্ত’ নামে একটি নাটক লেখেন, নির্দেশনা দেন এবং অভিনয় করেন। এই নাটক পাঁচটি নাটকের মধ্যে সেরা নির্বাচিত হয় বিচারকদের কাছে। এ নাটকের সুবাদে পরিচয় ঘটে ঢাকা থিয়েটারের নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর সঙ্গে। মূলত এখান থেকেই হুমায়ুন ফরীদির অভিনয়যাত্রা। ঢাকা থিয়েটারের মধ্য দিয়ে হুমায়ুন ফরীদির মঞ্চযাত্রা শুরু হয়।

এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘চা আনা আর কস্টিউম পরিয়ে দেওয়া পর্যন্ত আমার গণ্ডি। আর সেলিম আল দীনের “চরকাঁকড়ার ডকুমেন্টারি” নাটকের প্রোডাকশনে কাজ করি। এরপর একই দলের একই লেখক ও নির্দেশকের “সংবাদ কার্টুন”-এ ছোট্ট একটি চরিত্রে সুযোগ পাই। তারপর “শকুন্তলা”।’

সুবর্ণা মুস্তাফা ও হুমায়ুন ফরীদি অভিনীত দ্বিতীয় জন নাটকের এ দৃশ্যটি ভাইরাল হয়েছিল
সুবর্ণা মুস্তাফা ও হুমায়ুন ফরীদি অভিনীত দ্বিতীয় জন নাটকের এ দৃশ্যটি ভাইরাল হয়েছিলসংগৃহীত

তাঁকে স্মরণ করে এক স্মৃতিচারণায় নাট্যজন রামেন্দু মজুমদার বলেছিলেন, ‘হুমায়ুন ফরীদি যখন প্রথম মঞ্চনাটকে অভিনয় শুরু করল, তখনই আমি সবাইকে বলেছিলাম, এই ছেলে মঞ্চ কাঁপাবে। অবশ্য ফরীদি কিন্তু মঞ্চের চেয়েও তুমুল জনপ্রিয়তা পেয়েছিল চলচ্চিত্রে। তার রসবোধ ছিল প্রখর। কোনো একটা সিরিয়াস মুহূর্তকে তাৎক্ষণিকভাবে প্রাণচাঞ্চল্যে ভরিয়ে দিতে তার তুলনা ছিল না।’
মঞ্চ কাঁপিয়েছিলেন ফরীদি। শকুন্তলার পর ‘ফণীমনসা’, ‘কীর্তনখোলা’, ‘কেরামতমঙ্গল’, ‘মুনতাসীর ফ্যান্টাসি’ এবং ১৯৯০ সালে ‘ভূত’ দিয়ে শেষ হয় হুমায়ুন ফরীদির ঢাকা থিয়েটার জীবন। মূলত বন্ধু-অভিনেতা আফজাল হোসেনের সাহস ও উৎসাহে হুমায়ুন ফরীদির টেলিভিশনযাত্রা শুরু হয়। আফজাল হোসেন বন্ধুর কথা ভেবে অনেকগুলো নাটক লেখেন। ১৯৮০ সালে ‘নিখোঁজ সংবাদ’-এর মাধ্যমে টেলিভিশন নাটকে অভিষেক হয় হুমায়ুন ফরীদির। ১৯৮২ সালে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত ‘নীল নকশার সন্ধ্যায়’ ও ‘দূরবীন দিয়ে দেখুন’ নাটকে অভিনয় করে তিনি তাক লাগিয়ে দেন।
যদিও টেলিভিশনে অভিষেকটা ঘটে আতিকুল হক চৌধুরীর মাধ্যমে। সেটাও অবশ্য আফজাল হোসেন ও রাইসুল ইসলাম আসাদের সুবাদে। সেলিম আল দীনের রচনা এবং নাসির উদ্দীন ইউসুফ বাচ্চুর নির্দেশনায় ধারাবাহিক নাটক ‘ভাঙনের শব্দ শুনি’ দিয়ে আলোচনায় আসেন ফরীদি। এখানে তাঁর চরিত্রের নাম ছিল সেরাজ তালুকদার। একসময় বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বিখ্যাত ‘সংশপ্তক’ নাটকে ‘কানকাটা রমজান’ চরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন তিনি।

ফরীদি অভিনীত অন্যান্য উল্লেখযোগ্য টিভি নাটকের মধ্যে রয়েছে ‘ভাঙনের শব্দ শুনি’, ‘বকুলপুর কতদূর’, ‘মহুয়ার মন’, ‘সাত আসমানের সিঁড়ি’, ‘একদিন হঠাৎ’, ‘চানমিয়ার নেগেটিভ পজিটিভ’, ‘অযাত্রা’, ‘পাথর সময়’, ‘দুই ভাই’, ‘শীতের পাখি’, ‘সংশপ্তক’, ‘কোথাও কেউ নেই’, ‘সমুদ্রে গাঙচিল’, তিনি একজন’, ‘চন্দ্রগ্রস্ত’, ‘কাছের মানুষ’, ‘মোহনা’, ‘বিষকাঁটা’, ‘ভবের হাট’ ও ‘শৃঙ্খল’। তাঁর অন্য নাটকগুলোর মধ্যে আছে, ‘দুই ভুবনের দুই বাসিন্দা’, ‘একটি লাল শাড়ি’, ‘প্রিয়জন নিবাস’। সর্বশেষ তিনি ‘তখন হেমন্ত’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন এবং ‘পূর্ণ চাঁদের অপূর্ণতায়’ নামের একটি নাটকে অভিনয় করেন।

হুমায়ুন ফরীদির অভিনয়প্রতিভা মূল্যায়ন করতে গিয়ে প্রয়াত নাট্যজন আতিকুল হক চৌধুরী বলেছিলেন, ‘হুমায়ুন ফরীদির মতো শিল্পী যেকোনো দেশে জন্মাতে যুগ যুগ সময় লাগে, লাগে শতাধিক বছর। সে একজন ভার্সেটাইল শিল্পী। তাঁকে জিনিয়াসই বলা যায়।’

হুমায়ুন ফরীদি (জন্ম: ২৯ মে ১৯৫২—মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ২০১২
হুমায়ুন ফরীদি (জন্ম: ২৯ মে ১৯৫২—মৃত্যু ১৩ ফেব্রুয়ারি ২০১২ফাইল ছবি

ভার্সেটাইল শিল্পী ফরীদির নাট্যাভিনয় থেকে চলচ্চিত্রে আসা ছিল অনেক নাটকীয়। দেশীয় চলচ্চিত্রের তখনকার বেহাল অবস্থা দেখে রুপালি পর্দার জন্য কাজ করবেন কি না, এ বিষয়ে দ্বিধায় ছিলেন তিনি। শেষ পর্যন্ত কাছের মানুষদের প্রেরণায়, নিজের দৃঢ়তায় এক নতুন আঙ্গিক নিয়ে বড় পর্দায় আসেন ফরীদি। তানভীর মোকাম্মেলের ‘হুলিয়া’ তাঁর অভিনীত প্রথম ছবি। নব্বই দশকে বাণিজ্যিক ছবির পরিচালক শহীদুল ইসলাম খোকনের ‘সন্ত্রাস’, ‘দিনমজুর’, ‘বীরপুরুষ’ ও ‘লড়াকু’ ছবিতে খলচরিত্রে অভিনয় করেন। এরপরই দেশীয় চলচ্চিত্রে খলনায়কের চরিত্র পায় এক অন্য মাত্রা। অবস্থা এমনই দাঁড়িয়েছিল যে একসময় মানুষ নায়কের পরিবর্তে তাঁকে দেখার জন্যই প্রেক্ষাগৃহে যেত। শহীদুল ইসলাম খোকন ‘বিশ্বপ্রেমিক’, ‘অপহরণ’, ‘দুঃসাহস’সহ ২৮টি ছবির মধ্যে ২৫টিতেই রাখেন ফরীদিকে।

তাঁর অভিনীত ছবির তালিকায় আরও আছে ‘দহন’, ‘একাত্তরের যীশু’, ‘দূরত্ব’, ‘ব্যাচেলর’, ‘জয়যাত্রা’, ‘শ্যামল ছায়া’, ‘মায়ের অধিকার’, ‘অধিকার চাই’, ‘ত্যাগ’, ‘মায়ের মর্যাদা’, ‘মাতৃত্ব’ ও ‘আহা!’। এসব ছবিতে অভিনয় করে এ দেশের চলচ্চিত্রাঙ্গনে এক উল্লেখযোগ্য পরিবর্তন আনেন তিনি। ২০০৪ সালে ‘মাতৃত্ব’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান ফরীদি। ২০১৮ সালে পেয়েছেন মরণোত্তর একুশে পদক।
ফরীদি যেমন ছিলেন বুদ্ধিদীপ্ত, তেমনি কাছের মানুষদের বর্ণনায় তিনি রোমান্টিকও। এ মানুষটি ব্যক্তিগত জীবনে প্রথমে বেলি ফুলের মালা দিয়ে ফরিদপুরের মেয়ে মিনুকে বিয়ে করেন। তখন এ বিয়ে সারা দেশে ব্যাপক আলোড়ন তোলে। এ সংসারে তাঁদের একটি কন্যাসন্তান রয়েছে। পরে তিনি ঘর বাঁধেন প্রখ্যাত অভিনেত্রী সুবর্ণা মুস্তাফার সঙ্গে। ২০০৮ সালে তাঁদের বিচ্ছেদ হয়ে যায়।

হুমায়ুন ফরীদি। ছবি: সংগৃহীত
হুমায়ুন ফরীদি। ছবি: সংগৃহীত

তবে ব্যক্তিজীবন ছাপিয়ে হুমায়ুন ফরীদি সবার প্রিয় অভিনেতা হিসেবে এখনো আবিষ্ট করে রেখেছেন অগুনতি দর্শক-সমালোচককে। পরিচিতজন ও ভক্তদের মতে, হুমায়ুন ফরীদির মৃত্যুর মধ্য দিয়ে অন্য রকম শিল্পচর্চার একটা যুগের অবসান হয়েছে। তাঁর দুর্দান্ত অভিনয়ে মুগ্ধ ও বিস্মিত হননি, এমন মানুষ খুব একটা পাওয়া যাবে না। শুধু একবার তাঁর অভিনয় দেখার জন্যই টিভির সামনে বসেছেন কত শত মানুষ। আজ যেমন শত শত মানুষ তাঁকে স্মরণ করছেন। মানুষের মধ্যে আজ ২৯ মে তিনি ফিরে এসেছেন। আসবেন বছরের পর বছর।
(এ প্রতিবেদনের বেশ কিছু অংশ প্রথম আলোতে বিভিন্ন সময়ে প্রকাশিত লেখা থেকে নেওয়া হয়েছে)

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.