আমরা শিক্ষিত হই, কিন্তু কমনসেন্স নিয়ে বড় হই না: সাবা

0
104
সোহানা সাবা

আর সবার মতো জনপ্রিয় তারকাদেরও আছে ব্যক্তিগত জীবন। যার অনেক কিছুই থাকে পাঠকের অজানা। তারকার অজানা কথাগুলো নিয়ে হাঁড়ির খবর। আজ হাঁড়ির খবর বললেন সোহানা সাবা

অভিনয় আপনার প্রাণ; সেই অভিনয়কে যদি নিষিদ্ধ ঘোষণা করা হয়, কী করবেন?

রিয়েল লাইফে অভিনয় শুরু করব। কোথাও না কোথাও তো প্রয়োগ করতে হবে।

আপনার সবচেয়ে বড় দুর্বলতা, যা দিয়ে বোকা বানানো যায়?

আমি হয়তো রেগে আছি, তখন প্রিয় মানুষদের প্রসঙ্গ কথার মধ্যে জুড়ে দিলে শান্ত হয়ে যাই।

কোন পরিস্থিতিতে পড়লে কাউকে কষিয়ে চড় মারতে ইচ্ছা হয়?

প্রতিমুহূর্তেই কাউকে না কাউকে চড় মারতে ইচ্ছা হয়। ইচ্ছা যখন প্রবল হয়, তখন নিজেকে স্থির রাখার চেষ্টা করি।

কোন শব্দটি দিনে বেশিবার ব্যবহার করেন?

ও মাই গড!

জীবনে শ্রেষ্ঠ পাওয়া উপহার…

এখনও পাইনি। আশা করছি, জলদি পেয়ে যাব। যখন পাব তখন বলতে পারব।

জন্মদিনে কাকে দাওয়াত দেবেন না?

এ রকম অনেক মানুষ আছেন। নিজের ও ছেলের জন্মদিন আমার কাছে বিশেষ দিন। এমন আনন্দঘন আয়োজনে খুব বাছাই করা মানুষের বাইরে কাউকেই চাই না।

আপনার একটি গোপন কথা বলুন…

আমাকে সবাই সোহানা সাবা বলেই জানে। কিন্তু আমার নাম সোহানা শারমিন সাবা।

নিজ হাতের রান্না কাকে খাওয়াতে চান?

আমার রান্না খুব ভয়ংকর। গিনিপিগ বানাব শত্রুদের।

ছুটিতে কোথায় বেড়াতে যেতে চান– চিড়িয়াখানা নাকি শিশুপার্ক?

অবশ্যই চিড়িয়াখানায়। গাছপালা আছে, হাঁটা যায়।

ক্লাস ওয়ানে পড়ার সুযোগ পেলে কী করবেন?

সারাবছর পড়তাম না। পরীক্ষার আগের দিন পুরো বই পড়ে পরীক্ষা দিতাম। রেজাল্ট ভালোই করতাম। এখন যদি আবার সেই সুযোগ পেতাম, তাহলে পুরো বই বছরের প্রথম দিনই পড়ে ফেলতাম। তাহলে সারাবছরই পড়ালেখা ভালোভাবে পারতাম ক্লাসে।

চুলে চুইংগাম আটকে গেলে কী করবেন?

নারকেল তেল লাগাব।

এক দিনের জন্য রাষ্ট্রক্ষমতা পেলে কী করবেন?

পাঠ্যবইয়ে কমনসেন্স বিষয় অন্তর্ভুক্ত করব। আমরা শিক্ষিত হই, কিন্তু কমনসেন্স নিয়ে বড় হই না।

প্রিয়জনের কাছ থেকে কোন প্রশংসা বেশি শোনেন?

প্রিয়জন আমাকে খুব একটা অ্যাপ্রিশিয়েট করে না। এটাই নিয়ম। ঘরের মুরগি ডাল বরাবর। তবে কেউ কেউ বলে, আমি ভালো মানুষ। এটা শুনলে ভালো লাগে। মিথ্যা বললেও ভালো লাগে।

প্রথম দর্শনে প্রেমে বিশ্বাস করেন?

অবশ্যই। জীবনে এ রকম সুযোগ হয়ে উঠছিল না। তবে সম্প্রতি এটা হয়েছে

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.