আপনার পাসওয়ার্ড কতটা নিরাপদ

0
95
বড় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহারে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক কম থাকে, রয়টার্স

বড় এবং জটিল পাসওয়ার্ড মনে রাখা কষ্টকর হলেও সাইবার হামলা থেকে নিরাপদ থাকার জন্য এ ধরনের পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দিয়ে থাকেন নিরাপত্তা–বিশেষজ্ঞরা। তাঁদের মতে, নিত্যনতুন প্রযুক্তি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে আগের তুলনায় হ্যাকাররা এখন সহজেই পাসওয়ার্ড হ্যাক করতে পারে। তবে বড় এবং জটিল পাসওয়ার্ড ব্যবহার করলে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক কম থাকে। আর তাই মনে রাখতে কষ্ট হলেও ছোট-বড় অক্ষরের পাশাপাশি সংখ্যা বা বিভিন্ন চিহ্ন যুক্ত করা পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান হাইভ সিস্টেমস জানিয়েছে, ক্লাউডভিত্তিক কম্পিউটারের ক্ষমতা বৃদ্ধি, সুপার কম্পিউটার ব্যবহার এবং চ্যাটজিপিটির মতো উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার ফলে এখন পেশাদার হ্যাকাররা তাৎক্ষণিকভাবে পাসওয়ার্ড হ্যাক করে যন্ত্রের দখল নিতে পারে। পাসওয়ার্ডের নিরাপত্তা পর্যালোচনা করে একটি তালিকাও তৈরি করেছে প্রতিষ্ঠানটি। তালিকায় থাকা তথ্যমতে, ছয় অক্ষরের পাসওয়ার্ড তাৎক্ষণিক হ্যাক করতে পারে হ্যাকাররা। তাই সংখ্যা, বিশেষ চিহ্ন, ছোট এবং বড় অক্ষরের মিশ্রণে কমপক্ষে ১২ অক্ষরের পাসওয়ার্ড তৈরির পরামর্শ দিয়েছেন প্রতিষ্ঠানটির নিরাপত্তা বিশেষজ্ঞরা।

নিরাপত্তা বিশেষজ্ঞদের দাবি, শুধুমাত্র সংখ্যা দিয়ে তৈরি পাসওয়ার্ড হ্যাক করা সবচেয়ে সহজ। এমনকি ১১ সংখ্যার দীর্ঘ পাসওয়ার্ডও সহজে হ্যাক করা যায়। ছয়টি বা তার কম অক্ষর দিয়ে তৈরি পাসওয়ার্ডগুলোকে নামমাত্র পাসওয়ার্ড বলে মন্তব্য করেছেন তারা। বিভিন্ন ধরনের পাসওয়ার্ড বিশ্লেষণ করে তাঁরা জানিয়েছেন, অনলাইনে নিরাপদ থাকার জন্য আপনি যে পাসওয়ার্ডই ব্যবহার করেন না কেন, সেখানে অবশ্যই বিশেষ চিহ্ন (^*%$!&@#) এক বা একাধিকবার ব্যবহার করতে হবে।
সূত্র: মেইল অনলাইন

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.