আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন বছরে ২৬ লাখ ৭৯ হাজার

0
111
মডেল: মোনালিসা মুন্নি

কানাডাভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাংলাদেশে আমান প্রজেক্টে ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার পদে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

পদের নাম: ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার
পদসংখ্যা:
যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাবলিক হেলথ/নিউট্রিশন/মেডিসিন/হেলথ সিস্টেম ম্যানেজমেন্ট/সমাজবিজ্ঞান/ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা সংশ্লিষ্ট যেকোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিসহ মেডিকেল ডিগ্রি থাকতে হবে। জাতীয়/আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা/ইউএন এজেন্সির পাবলিক হেলথ প্রকল্পে ১০ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ সিস্টেমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অ্যাডোলেসেন্ট অ্যান্ড উইমেনস হেলথ অ্যান্ড নিউট্রিশন নিয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। যোগাযোগ ও প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। সমস্যা সমাধান ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা থাকতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

কোল পাওয়ার জেনারেশনে চাকরি, মূল বেতন পৌনে দুই লাখ

কর্মস্থল: কক্সবাজার
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: বছরে বেতন ২৫ লাখ ৭৯ হাজার ২৮২ টাকা। এ ছাড়া স্বাস্থ্য সুবিধার ব্যবস্থা আছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে গিয়ে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ২৮ জুন ২০২৩।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.