চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবিতে সমাবেশের ডাক

0
39
চাকরিতে বয়সসীমা ৩৫ করার দাবি
সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবিতে ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে আন্দোলনকারীরা।
 
শনিবার (১১ মে) বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যের পাদদেশে এই সমাবেশ করবেন তারা।
 
বয়সসীমা ৩৫ প্রত্যাশী আন্দোলনের গণমাধ্যম বিষয়ক সম্পাদক খাদিজা খাতুন মুক্তার পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়ন না হওয়ায় এই সমাবেশের ডাক দেওয়া হয়েছে।
 
এতে আরও বলা হয়েছে, সমাবেশে যশোর-৬ আসনের সংসদ সদস্য মো. আজিজুল ইসলাম ও বগুড়া-৭ আসনের সাবেক সংসদ সদস্য রেজাউল করিম বাবলু একাত্মতা জানিয়ে উপস্থিত থাকবেন।
 
সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।
 
এ ছাড়া উপস্থিত থাকবেন ডাকসুর সাবেক জিএস ও ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. ওমর শরীফ, মোতাহার হোসেন প্রিন্স, ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসরাত অরচি, মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল প্রমুখ।
 
উল্লেখ্য, শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চাকরিতে আবেদনের বয়সসীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর চেয়ে আন্দোলন করে আসছেন।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.