আওয়ামী লীগের নমিনেশন পেলে ৫০ হাজার ভোটে জিতব: মাহি

0
145
মনোনয়ন ফরম নিয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে মাহিয়া মাহি

আমি যদি চাঁপাইনবাবগঞ্জে নৌকার নমিনেশনে নির্বাচন করি, তাহলে মিনিমাম ৫০ হাজার ভোটে জিতবো। দৃঢ়ভাবে বিশ্বাস করি, নৌকা প্রতীকের জয় বের করে আনতে পারবো, ইনশাআল্লাহ।’ বৃহস্পতিবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগ কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনার পর এই মন্তব্য করেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা মাহিয়া মাহি।

‘চাঁপাইনবাবগঞ্জ-২’ আসনের উপ-নির্বাচনের প্রার্থী হতে চান মাহি। ওই আসন থেকে তিনি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন কররার জন্য নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে আসছেন। বৃহস্পতিবার দলের মনোনয়ন ফরম সংগ্রহ করলেন এই নায়িকা।

 

মনোনয়ন ফরম নিয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে মাহিয়া মাহি সাংবাদিকদের জানান, তিনি চাঁপাইনবাবগঞ্জের তৃণমূল আওয়ামী লীগ নেতাকর্মীদের সমর্থন পাচ্ছেন। মাহি বলেন, ‘বিভিন্নভাবে তাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে। এলাকায় গণসংযোগে গিয়ে তাদের সাপোর্ট পাচ্ছি। তারা আমার প্রতি প্রচণ্ড আন্তরিক।’

মনোনয়ন ফরম নিয়ে আওয়ামী লীগ কার্যালয়ে মাহিয়া মাহি

মাহিয়া মাহি বলেন, ‘প্রধানমন্ত্রী সবসময় নারী নেতৃত্বে সাপোর্ট করেন। তার বিভিন্ন বক্তব্যে বোঝা যায়, তিনি নারীদের সবসময় অগ্রাধিকার দেন। গতকাল (বুধবার) মেট্রোরেল উদ্বোধনের সময় প্রথম চালকও ছিলেন নারী। প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ গড়েছেন। আগামীতে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর মাধ্যমে এই উন্নয়নগুলো আমি চাঁপাইনবাবগঞ্জের মানুষের জন্য করতে চাই। আমার মধ্যে এই তৃষ্ণা দীর্ঘদিনের।

মনোনয়ন ফরম নিয়ে আওয়ামী লীগ কার্যালয় থেকে বেরিয়ে মাহিয়া মাহি

 

অভিনেত্রী মাহি মনোনয়ন ফরম কেনার ব্যাপারে আগেই অবগত হয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার সকালে ওবায়দুল কাদের বলেন, ‘সিনেমার এক নায়িকা কালকে বলছে, আমি ফরম চাই। চাঁপাইনবাবগঞ্জের প্রার্থী হতে চাই। আমার বাড়ি ওখানে। আমি আমাদের নেত্রীর সঙ্গে আলাপ করে বললাম, ওদের পরিবার আওয়ামী লীগ পরিবার ও আওয়ামী লীগ করে। ঠিক আছে, ফরম সংগ্রহ করুক।’

মাহি প্রার্থী হচ্ছে কিনা, জানতে চাইলে সেতু মন্ত্রী বলেন, ‘প্রার্থী হচ্ছে কিনা আমি বলতে পারবো না। তাকে ফরম কেনার অধিকার দেওয়া হয়েছে।’

ওবায়দুল কাদেরের সঙ্গে কথা হওয়া প্রসঙ্গে মাহি বলেন, ‘আমি তার কাছে আমার ইচ্ছে পোষণ করেছি। কী কী কাজ করেছি বলেছি। এরপর তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করে আমাকে জানিয়েছেন।’

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনটি ‘বিএনপির ঘাঁটি’ হিসেবে পরিচিত। ওই আসনে উপনির্বাচনে দলীয় মনোনয়ন না পেলে আওয়ামী লীগের পক্ষে কাজ করবেন কিনা জানতে চাইলে মাহিয়া মাহি বলেন, ‘আমি মনোনয়ন না পেলেও দল থেকে যাকে নমিনেশন দেবে, তার পক্ষে কাজ করবো। আর প্রধানমন্ত্রী যে পরিমাণে সাহসী এবং তিনি যেসব দুঃসাহসিক কাজ করেন, তার সাহসের অল্প একটু যদি পাই তাহলে যেকোনো পরিস্থিতি ওভারকাম করতে পারবো।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.