অভিনেত্রীকে ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ

0
152
চাহাত খান্না, ইনস্টাগ্রাম
চাহাত খান্না

চাহাত খান্না
ইনস্টাগ্রাম

সুকেশের এই অর্থ জালিয়াতির সঙ্গে জড়িয়ে পড়েছেন বলিউডের দুই অভিনেত্রী জ্যাকুলিন ও নোরা ফাতেহি। গত মাসে ২০০ কোটি জালিয়াতি মামলায় পাটিয়ালা হাইকোর্টে বলিউডের দুই অভিনেত্রী তাঁদের বয়ান রেকর্ড করেন। চাহাত খান্নাও আদালতে সুকেশের বিরুদ্ধে বয়ান রেকর্ড করেন।

চাহাত খান্না

চাহাত খান্না
ইনস্টাগ্রাম

কিছুদিন আগে এই টেলিভিশন অভিনেত্রী চাহাত খান্না অভিযোগ আনেন, এই দুই অভিনেত্রীর মতো তাঁকেও ফাঁদে ফেলতে চেয়েছিলেন সুকেশ। চাহাত জানান, ২০১৮ সালে একটি স্কুলের প্রোগ্রামের কথা বলে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়। সেখানে সুকেশের সঙ্গে সাক্ষাৎ হলে তাঁকে বিয়ের প্রস্তাব দেন এবং তাঁর সন্তানের দায়িত্ব নিতে চান সুকেশ। তখন সুকেশ তাঁর পরিচয় গোপন করেছিলেন।

চাহাত খান্না

চাহাত খান্না
ইনস্টাগ্রাম

চাহাত খান্নার এই অভিযোগের উত্তর দেন সুকেশ। তিনি জানান, তাঁর অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তাঁকে লোভী বলে মন্তব্য করেন। এ ছাড়া সুকেশ আরও বলেন যে বিবাহিত নারীদের প্রতি তাঁর কোনো আগ্রহ নেই। চাহাত খান্নার মন্তব্যের জেরে সুকেশের আইনজীবী অনন্ত মালিক ১০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করে এই অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠান।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.