স্বর্ণের দাম বাড়ছে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা

0
600
স্বর্ণের দাম আবারও বেড়েছে।

চলতি মাসে তৃতীয়বারের মতো দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ছে। নতুন করে ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়ছে। তাতে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের ভরি হচ্ছে ৫৬ হাজার ৮৬২ টাকা। তবে রুপার দাম ভরিতে কমছে ২৩৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ রোববার রাতে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানায়। নতুন দর কাল সোমবার থেকে কার্যকর হবে।

দর বৃদ্ধি পাওয়ায় কাল সোমবার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণ ৫৬ হাজার ৮৬২ টাকা, ২১ ক্যারেট ৫৪ হাজার ৫২৯ টাকা এবং ১৮ ক্যারেট ৪৯ হাজার ৫১৪ টাকায় বিক্রি হবে। আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম বেড়ে হবে ২৯ হাজার ১৬০ টাকা। তবে রুপার দামে কমে ভরি হবে ৯৩৩ টাকা। আজ রোববার পর্যন্ত প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৫ হাজার ৬৯৬ টাকা, ২১ ক্যারেট ৫৩ হাজার ৩৬৩ টাকা, ১৮ ক্যারেট ৪৮ হাজার ৩৪৮ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ২৭ হাজার ৯৯৪ টাকায় বিক্রি হয়েছে। কাল থেকে ২২, ২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৬ টাকা বাড়বে।

জুয়েলার্স সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বিবৃতিতে বলেছেন, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার ফলে দেশের বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বেড়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সমিতির কার্যনির্বাহী কমিটি স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.