মহান বিজয় দিবস ২০১৯খ্রিঃ ও ৩৪তম মহাসংঘদান উপলক্ষে ‘মহাসংঘদান উদযাপন কমিটি’র উদ্যোগে রাঙ্গামাটি রাজবন বিহারে শিশুদের জন্য চিত্রাংকন ও সংগীত প্রতিয়োগিতার আয়োজন করা হয়েছে।
এই দু’টি অনির্ধারিত বিষয়ে অংশ গ্রহনের জন্য প্রতিযোগিদের কাছ থেকে দুইকপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদন আহবান জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০১৯খ্রিঃ।
আবেদন ফরমটি কপি করে প্রিন্ট দিয়ে পুরন করে ২০টাকা রেজিস্ট্রেশন ফি-সহ জমা দিতে হবে অথবা রাজবন বিহার উপাসিকা ঘর হতে সরাসরি ফরমটি ২০টাকা দিয়ে সংগ্রহ করে যাবে, সেক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি লাগবে না।
আবেদনের জন্য সহযোগিতা ও যোগাযোগঃ www.dailyprovatalo.com/ ; Cell:01857-615751.
( ক-গ্রুপঃ শিশু থেকে দ্বিতীয় শ্রেণী, খ-গ্রুপঃ তৃতীয় থেকে ষষ্ঠ শ্রেণী, গ-গ্রুপঃ সপ্তম থেকে দশম শ্রেণী)