বৈশ্বিক বাজারে ইলেকট্রনিকসের অনেক বড় বড় নাম আছে। পৃথিবীর আনাচকানাচে বিশ্বখ্যাত এসব ব্র্যান্ডের পণ্য সুপরিচিত, বাংলাদেশেও সহজলভ্য। কিন্তু এ দেশে বাজার দখলের লড়াইয়ে সবাইকে টেক্কা দিচ্ছে ওয়ালটন। রেফ্রিজারেটরে বা ফ্রিজের বাজারে ওয়ালটনের হিস্যা ৭০ শতাংশের বেশি। অন্য ইলেকট্রনিক পণ্যেও কম যায় না তারা।
এই ওয়ালটন বাংলাদেশের ব্র্যান্ড, উদ্যোক্তারা এ মাটির সন্তান, পণ্যও তৈরি হয় বাংলাদেশেই। কারখানায় কাজও করেন বাংলাদেশি শ্রমিকেরা। এ দেশের উদ্যোক্তারা যে ইলেকট্রনিকসের মতো উচ্চ প্রযুক্তির পণ্য উৎপাদনের কারখানা করতে পারেন, বাজারের সিংহভাগ দখল করতে পারেন, তা প্রমাণ করেছে ওয়ালটন।
অবশ্য শুরুটা হয়েছিল বিদেশি পণ্য আমদানি করে। ১৯৯৯ সালে চীন থেকে আমদানি করা টেলিভিশন বিক্রির মাধ্যমে ওয়ালটন ইলেকট্রনিকসের বাজারে যাত্রা শুরু করে। লক্ষ্য ছিল একসময় দেশেই কারখানা করা। ওয়ালটনের উদ্যোক্তা প্রয়াত এস এম নজরুল ইসলাম সে লক্ষ্য পূরণে বেশি সময় নেননি। ২০০৫ সালের শেষ দিকে ওয়ালটন গাজীপুরের কালিয়াকৈরে জমি কিনে কারখানার কাজ শুরু করে। বাণিজ্যিক উৎপাদন শুরু হয় ২০০৮ সালে, ফ্রিজ দিয়ে।

এরপর শুধু সামনে তাকানোর পালা। এখন ওয়ালটনের অধীনে প্রতিষ্ঠান আছে ১৫টির বেশি। তারা ফ্রিজের পাশাপাশি টেলিভিশন, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি), কম্পিউটার ও ল্যাপটপ, মুঠোফোন, গৃহস্থালি বিভিন্ন সরঞ্জাম, ইলেকট্রিক পণ্য, তার, রাসায়নিক, এলিভেটর বা লিফট, এলইডি বাতি ইত্যাদি তৈরি করে। টেলিভিশন বাজারে তাদের হিস্যা প্রায় ৪৫ শতাংশ। শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের বাজারে ২৫ শতাংশের বেশি।
বিক্রিও দ্রুত বাড়ছে। এ বছর তারা ২০ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য ঠিক করেছিল, ৮ মাসেই ১৬ লাখ বিক্রি হয়েছে। এসি বিক্রি বছর শেষে আগের বছরের তিন গুণে দাঁড়াবে। টেলিভিশনের প্রবৃদ্ধি দাঁড়াবে ১০০ শতাংশের কাছাকাছি।
ওয়ালটনে একদিন
গাজীপুরের কালিয়াকৈরে ওয়ালটনের সব কারখানা। পুরো স্থাপনার নাম ওয়ালটন হেডকোয়ার্টার্স। জমির পরিমাণ ৭৬৪ একর, যা প্রায় ১৪টি ক্রিকেট স্টেডিয়ামের সমান।
রাজধানী থেকে ঢাকা-আরিচা মহাসড়ক হয়ে গেলে ওয়ালটন হেডকোয়ার্টার্সের দূরত্ব ৬৫ কিলোমিটারের কিছু বেশি। প্রাঙ্গণজুড়ে নানা ধরনের গাছপালা, খোলা জায়গা ও লেক মিলিয়ে মনোরম পরিবেশ।
ফ্রিজ উৎপাদনেই ওয়ালটনের সক্ষমতা সবচেয়ে বেশি। চারটি ইউনিটে ফ্রিজ তৈরি হয়। পণ্য মোড়কীকরণের জন্য রয়েছে আলাদা ইউনিট। এ ছাড়া মাছ চাষসহ বিভিন্ন প্রকল্প রয়েছে ওয়ালটন হেডকোয়ার্টার্সে। আছে হেলিপ্যাডও। ওয়ালটন খুব কম পণ্য বাইরে থেকে কেনে বা আমদানি করে। কারখানায় কর্মীদের খাওয়ার জন্য বিস্কুট, দুগ্ধজাত পণ্যও নিজেরাই তৈরি করে তারা।
বাংলাদেশে তৈরি
ওয়ালটনের স্লোগান হলো ‘আমাদের পণ্য’। আর পাঁচজনের মতো আমারও ধারণা ছিল ওয়ালটন মনে হয় চীন থেকে পণ্য আমদানি করে শুধু জোড়া দেয়। ভুল ভাঙল কারখানায় গিয়ে। দেখা গেল, ফ্রিজ তৈরির জন্য যা কিছু লাগে, সবকিছুই তারা তৈরি করে। কাঁচামাল আসে বিদেশ থেকে। তাদের সবচেয়ে স্বকীয়তা কমপ্রেসার তৈরিতে। ওয়ালটনের দাবি, বিশ্বে মোট ১৪টি কমপ্রেসার কারখানা রয়েছে, যার একটি তাদের।
ওয়ালটন মাদারবোর্ড তৈরির মতো প্রযুক্তিও রপ্ত করেছে। ব্যাটারিও তাদের কারখানায়ই তৈরি হয়। তবে টেলিভিশনের মনিটর ও ফোনের ডিসপ্লে তৈরি করে না। এগুলো উৎপাদন করে বিশ্বের গুটিকয় কোম্পানি। ফ্রিজ ছাড়াও টেলিভিশন, এসি, কম্পিউটার ও ল্যাপটপ, মুঠোফোন, গৃহস্থালি বিভিন্ন সরঞ্জাম, ইলেকট্রিক পণ্য, তার, রাসায়নিক, এলিভেটর বা লিফট, এলইডি বাতি—এসব পণ্য বাংলাদেশেই তৈরি হয়। স্বচক্ষে না দেখলে বিশ্বাস করা কঠিন।
ওয়ালটন নিজের পণ্যের নকশা ও উন্নয়ন নিজেই করে। গবেষণা ও উন্নয়ন বিভাগে বিশাল কর্মিবাহিনী রয়েছে তাদের। এরই মধ্যে একজন ই এম ইয়াং, যিনি কোরীয় নাগরিক। এর আগে ৩২ বছর স্যামসাংয়ের হোম অ্যাপলায়েন্স বিভাগে মান নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন তিনি। ওয়ালটনে এখন মান নিয়ন্ত্রণের কাজটি সামলাচ্ছেন। প্যানাসনিকের এক শীর্ষ কর্মকর্তাকে বাংলাদেশে এনে নকশা বিভাগের প্রধানের দায়িত্ব দিয়েছে ওয়ালটন।

দেশজুড়ে ওয়ালটন, নজর বিদেশে
ওয়ালটন বিপণনজালও দেশজুড়ে বিস্তৃত। নিজস্ব বিক্রয়কেন্দ্রের সংখ্যা ৩৫০টির বেশি, যাকে তারা ওয়ালটন প্লাজা বলে। পরিবেশক আছে ১২ হাজারের বেশি।
ওয়ালটনের ব্যবস্থাপনা মনে করে, দেশের বাজারে তাদের পণ্য বিক্রি সুউচ্চ পর্যায়ে পৌঁছেছে। এখন নজর বিদেশে।
যেদিন ওয়ালটনের কারখানায় গেলাম, সেদিনই ইলেকট্রনিকস ব্র্যান্ড হুন্দাইয়ের কাছে এক লাখ ফ্রিজ রপ্তানির চুক্তি করে ওয়ালটন। এখন মোট ২৫টি দেশে পণ্য রপ্তানি করে। বৈশ্বিক বাজারে ওয়ালটনের পদচিহ্ন প্রতিনিয়ত বাড়ছে। তাদের বড় বাজার মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। পাশাপাশি তারা ইউরোপ ও সার্কভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করে। সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে বেশ কিছু ক্রেতা আসছে, যারা চীন থেকে আমদানিতে শুল্ক বেড়ে যাওয়ায় বাংলাদেশি ইলেকট্রনিক পণ্য নিতে আগ্রহী। পণ্য বিক্রির জন্য তারা আমাজনের সঙ্গেও চুক্তি করেছে।
আন্তর্জাতিক বাজার ধরতে ওয়ালটন এডওয়ার্ড কিম নামের একজন কোরীয় নাগরিককে আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে, যিনি কোরীয় ইলেকট্রনিক ‘জায়ান্ট’ এলজির বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।
‘আমরা ভালো আছি’
ওয়ালটনে এখন ২৫ হাজারের মতো মানুষ কাজ করেন, যাঁদের একজন কাকলি রানী ঘোষ। ২০১০ সালে একজন শ্রমিক হিসেবে যোগ দেওয়ার পর তিনি এখন টেলিভিশন উৎপাদনের একটি লাইনের দলনেতা।
দুই মেয়ে স্নাতক পর্যায়ে পড়ে। স্বামী ছোট ব্যবসায়ী। জানতে চাইলাম দিন কেমন চলছে। কাকলি রানীর জবাব, ‘আমরা ভালো আছি।’
কমপ্রেসার তৈরির কারখানা করতে একটি জার্মান কোম্পানির যন্ত্রপাতি কিনে এনেছিল ওয়ালটন। ১০০ জনের মতো কর্মীকে তারা প্রশিক্ষণে পাঠিয়েছিল জার্মানিতে। তাঁদেরই একজন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে শিল্প ও উৎপাদন প্রকৌশলবিদ্যায় স্নাতকোত্তর করা রিজওয়ান আজিজ বলেন, ‘আমি সৌভাগ্যবান। কমপ্রেসার তৈরির প্রশিক্ষণ পেলে যন্ত্রকৌশলে অনেক কিছুই শেখা হয়ে যায়।’
নানা ধরনের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির সঙ্গেও জড়িত ওয়ালটন। তবে এর প্রচার চায় না মালিকপক্ষ। একটি উদাহরণ দিতে রাজি করানো গেল। সেটি হলো, ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ তারকা হওয়ার অনেক আগে থেকেই তাঁকে খেলা ও পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য বেশ ভালো অঙ্কের আর্থিক সহায়তা দিত ওয়ালটন। এখন মিরাজ ওয়ালটনের ‘স্পোর্টস অ্যাম্বাসেডর’।

বাংলাদেশের বিস্ময়: বাংলাদেশ পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয়। পোশাক ছাড়াও নতুন যে কটি খাত উঠে আসছে, তার মধ্যে ইলেকট্রনিকস অন্যতম। এ খাতে নতুন একটি আন্তর্জাতিক ব্র্যান্ড হয়ে উঠছে বাংলাদেশের ওয়ালটন।
একনজরে ওয়ালটন
উদ্যোক্তা
এস এম নজরুল ইসলাম। তিনি ৯৩ বছর বয়সে ২০১৭ সালে ইন্তেকাল করেন।
প্রতিষ্ঠান
ওয়ালটনের অধীন বিভিন্ন পণ্য উৎপাদনের কারখানা আছে ১৫টির বেশি। ফ্রিজ উৎপাদনের ইউনিট সবচেয়ে বেশি।
কারখানা
গাজীপুরের কালিয়াকৈরে। নাম ওয়ালটন হেডকোয়ার্টার্স। জমির পরিমাণ প্রায় ৭৬৪ একর।
পণ্য
ফ্রিজ, টেলিভিশন, কম্পিউটার ও ল্যাপটপ, মুঠোফোন, গৃহস্থালি সরঞ্জাম, ইলেকট্রিক পণ্য ইত্যাদি।
দেশের বাজার
ফ্রিজের বাজারে হিস্যা প্রায় ৭৪ শতাংশ। অন্য পণ্যেও শীর্ষস্থানীয়। ৩৫০টির বেশি ওয়ালটন প্লাজা, ১২ হাজারের বেশি পরিবেশক ও অন্যান্য দোকানে ওয়ালটন পণ্য বিক্রি হয়।
রপ্তানি
ওয়ালটন পণ্য পৌঁছে গেছে ২৫টি দেশে। সর্বশেষ গত ২২ আগস্ট আমাজনের সঙ্গে পণ্য বিক্রির চুক্তি।
কর্মী
ওয়ালটনে কাজ করে প্রায় ২৫ হাজার শ্রমিক ও কর্মচারী।
স্লোগান
‘আমাদের পণ্য’।