টাঙ্গাইলের ঘাটাইলে বাস উল্টে অজ্ঞাত এক ব্যক্তি নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ২০ জন।
মঙ্গলবার দুপুরে উপজেলার বানিয়াপাড়া নামক স্থানে টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে প্রান্তিক পরিবহনের একটি বাস উল্টে এই হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ জানায়, টাঙ্গাইল থেকে ময়মনসিংহগামী প্রান্তিক পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের মাঝামাঝি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাত এক ব্যক্তি মারা যান এবং ২০ জন আহত হয়।
ওই বাসের যাত্রী মধুপুর উপজেলার রাসেল হাসান জানান, বাসটি সামনে থাকা একটি মটরসাইকেলকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়।
তিনি আরও জানান, যে যাত্রী নিহত হয়েছে তিনি বাসের জানালা দিয়ে লাফ দিয়ে সড়কে পড়েন এবং বাসটি উল্টে তার ওপরে পড়ে।
ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শুভময় পাল বলেন, সড়ক দুর্ঘটনায় আহতরা তেমন আঘাত পাননি। তাই তারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।
ঘাটাইল থানার ওসি (তদন্ত) এনামুল হক চৌধুরী বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের নাম ঠিকানা পাওয়া যায়নি।