পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বাসভবন জামান পার্ক থেকে বের হয়েছে পাঞ্জাব পুলিশের চার সদস্যের প্রতিনিধি দল। শুক্রবার সন্ধ্যায় তারা সেখানে তল্লাশি চালায়। তবে তাদেরকে খালি হাতে ফিরতে হয়েছে বলে জানিয়েছেন ইমরানের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতিখান গুমান।
তিনি বলেন, জামান পার্ক থেকে খালি হাতে ফিরেছে পাঞ্জাব পুলিশ। আমার মনে হয় তারা বুঝতে পেরেছে এখানে কিছু নেই। তারা শুধু বিস্কুট ও পানি পেয়েছে। খবর ডনের
প্রতিবেদনে বলা হয়েছে, ইমরান খানের সঙ্গে বৈঠক করেছে পুলিশের প্রতিনিধি দল। তবে তাদের আলোচনার বিষয়ে কিছু জানানো হয়নি।
ইমরানের দল জানিয়েছে, যারা পরোয়ানা নিয়ে জামান পার্কে এসেছিলেন তারা পুরোপুরি সন্তুষ্ট। আমরা আইনের শাসনে বিশ্বাসী। তাদেরকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।
এর আগে পাঞ্জাবের অন্তর্বর্তীকালীন তথ্যমন্ত্রী আমির মীর দাবি করেছিলেন, প্রায় ৩০-৪০ জন ‘সন্ত্রাসী’ ইমরানের বাসভবনে আশ্রয় নিয়েছে। তিনি রয়টার্সকে বলেছেন, বাসাটি তল্লাশিতে অংশ নেবে কয়েক শ’ পুলিশ সদস্য। নেতৃত্ব দেবেন শহরের পুলিশ কমিশনার।