ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী দ্রুতগতির যানের লেনে বাস থামিয়ে যাত্রী নামানোর ঘটনায় ১০ দিনে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) হাইওয়ে পুলিশ শিমরাইল ফাঁড়ির সদস্যরা এ অভিযান পরিচালনাকালে ৫০টি বাসের নামে মামলা হয়েছে।
এদিকে দুপুরে মহাসড়কের শিমরাইল অংশ পরিদর্শনে আসেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি নাবিলা জাফরিন। এ সময় তার সঙ্গে ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মাহমুদুল হক, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস, র্যাব-১১ সিইও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ তানভীর মাহমুদ পাশা, সদরের ইউএনও দেদারুল ইসলামসহ কর্মকর্তারা।
হাইওয়ে পুলিশের শিমরাইল ক্যাম্পের ইনচার্জ টিআই এ কে এম শরফুদ্দিন গণমাধ্যমকে বলেন, ১১ মার্চ থেকে শুরু হওয়া অভিযানে ১৫৪টি বাসের বিরুদ্ধে মামলা হয়েছে। কাগজপত্র না থাকায় আরও ১০টি গাড়ি আটক করা হয়েছে।