পুলিশ জানায়, বাংলাদেশের জাহাজটি হুগলি নদী দিয়ে যাওয়ার সময় অপর একটি জাহাজ সেটিকে ধাক্কা মারে। জাহাজটি ক্ষতিগ্রস্ত হয় এবং কিছুক্ষণের মধ্যেই ডুবতে শুরু করে। জাহাজটির ৩০ থেকে ৪০ শতাংশ ডুবে গেছে। ক্ষতিগ্রস্ত জাহাজের নয় (৯) জন কর্মীকে উদ্ধার করে স্থানীয় কুলপি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
জাহাজটি যেহেতু ধীরে ধীরে ডুবতে শুরু করে তাই স্থানীয় মানুষ অনেকটা সময় পেয়ে যান এবং ছোট নৌকা নিয়ে তাঁরা ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সূত্রে জানা গেছে, বন্দরের নিরাপত্তারক্ষীরাও তাঁদের সঙ্গে যান এবং উদ্ধারের কাজে হাত লাগান।
উত্তমকুমার হালদার নামের এক স্থানীয় ব্যবসায়ী ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। তিনি বলেন, বড় জাহাজটি থেকে কর্মীদের ছোট নৌকায় নামাতে বিশেষ অসুবিধা হয়নি। সকাল ১০টার মধ্যেই তাঁদের ছোট নৌকায় পাড়ে নিয়ে আসা সম্ভব হয়।
ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটল, তা এখনো জানা যায়নি। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, বিষয়টি খতিয়ে দেখার জন্য বন্দর কর্তৃপক্ষের সাহায্য নেওয়া হতে পারে।