হাতে-পায়ে ধরে সিনেমা দেখার অনুরোধ, বিব্রত নায়ক-নায়িকা

0
180
অপু বিশ্বাস ও জয় চৌধুরী

অপু বিশ্বাস ও জয় চৌধুরীর সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’ নামে একটি ছবিও মুক্তি পেয়েছে ঈদে। ছবিটি খুব বেশি হলে মুক্তি পায়নি ছবিটি। মাত্র ৯টি হলে মুক্তি পেয়েছে। যদিও ছবির নায়ক জয় চৌধুরী ঈদের আগে বলেছিলেন, দেশের সব জেলা শিল্পকলা একাডেমিতে সিনেমাটি দেখানো হবে। তার বাস্তব প্রতিফলন মেলেনি।

প্রেক্ষাগৃহ সংকটের কারণে দর্শকদের কাছেও যেতে পারেনি সিনেমাটি। ছবিটি করতে সব মিলিয়ে এক কোটি ৬২ লাখ টাকা খরচ হয়েছে বলে এর নির্মাতা সোলায়মান আলি লেবু জানিয়েছেন। ছবির ভবিষ্যৎ অন্ধকার দেখে দর্শকদের হাতে-পায়ে ধরে ‘প্রেম প্রীতির বন্ধন’দেখার অনুরোধ জানিয়েছেন। এই অনুরোধ জানাতে গিয়েও হাউমাউ করে কান্নাকাটি করলেন সোলায়মান আলি লেবু।

কাঁদতে কাঁদতে দুই হাত জোড় করে বলেন, ‘আমি দর্শকদের বারবার অনুরোধ করছি, আপনারা আরো ছবি দেখছেন। আমার ছবিটাও দেখেন। দেখার পর যদি ছবিটা ভালো লাগে তাহলে একটু বলবেন, ছবিটা ভালো হয়েছে। এই অনুরোধটা দর্শকদের প্রতি আমার। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, আজ হল পাইনি বলে ছবিটি আপনাদের দেখাতে পারছি না।’

কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। কেন এই হাতজোড় করে কান্না? এ প্রশ্নের উত্তরে লেবু বললেন, ‘ভাই কান্নাটা ভেতর থেকে আসে। এত সুন্দর ছবি বানিয়ে যদি দর্শকদের দেখাতে না পারি তাহলে কষ্ট লাগে। আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি। ঈদের সময় সিনেমা মুক্তি দেওয়ার সিদ্ধান্তটাই আমার ভুল ছিল।’

তবে দ্বিতীয় সপ্তাহ থেকে হলের সংখ্যা বাড়ছে জানিয়ে সোলায়মান আলি লেবু বলেন, ‘আমার সিনেমার গল্পের ওপর বিশ্বাস আছে। দর্শককে টেনে নিয়ে যাবে হলে। দ্বিতীয় সপ্তাহে এখন পর্যন্ত ৩০টার বেশি হল বুকিং করেছি। আশা করি শাকিবের পর আমার সিনেমাই মানুষ বেশি দেখবে। আরো হল বাড়বে।’

পরিচালকের এভাবে কান্নাকে ভালোভাবে নেয়নি ছবিটির নায়ক জয় চৌধুরী। তিনি বলেন, পরিচালক কেনো এভাবে বলছেন, কান্নাকাটি করছেন তার কিছুই জানি না। বিষয়টি নিয়ে আমরা সবাই বিব্রত। আমি সংবাদ সম্মেলন করে বিষয়টি ক্লিয়ার করব।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.