হাঁটুর ইনজুরিতে বিশ্বকাপ শেষ এবাদতের

0
127

হাঁটুর ইনজুরিতে এশিয়া কাপ মিস করেছেন এবাদত হোসেন। তবে অক্টোবরে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের পানে চেয়ে ছিলেন তিনি। আশা করে ছিলেন ফিট হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হবে।

ডনহাতি দীর্ঘদেহি পেসার এবাদতের ওই স্বপ্নে বড় ধাক্কা লেগেছে। ইংল্যান্ডের চিকিৎসক তার হাঁটুর অবস্থা পর্যবেক্ষণ করে অস্ত্রোপচারের পরামর্শ দিয়েছেন। ডাক্তার দেখাতে একদিন ইংল্যান্ডে আগে ইংল্যান্ড গেছেন তিনি।

লিগামেন্ট ইনজুরিতে হাঁটুতে ওই অস্ত্রোপচার করলে নয় মাসের মতো মাঠের বাইরে থাকতে হবে এয়ারফোর্স থেকে পেসার হান্টের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে আসা এবাদতের। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে তাই খেলা হবে না বল হাতে গতির ঝড় তুলতে পারা এই পেসারের।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে তার অস্ত্রোপচার করানোর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। যত দ্রুত সম্ভব তার হাঁটুতে অস্ত্রোপচার করানো হবে বলেও জানানো হয়েছে। এবাদতও টুইট করে প্রথমবার  অস্ত্রোপচার হতে যাচ্ছে জানিয়ে দোয়া প্রার্থনা করেছেন।

ঘরের মাঠে জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে ইনজুরিতে পড়েন এবাদত। এরপর থেকেই মাঠে ফেরার লড়াইয়ে ছিলেন। এশিয়া কাপের দলেও ছিলেন এই পেসার। কিন্তু প্রত্যাশা মতো উন্নতি করে অনুশীলনে ফিরতে না পারায় এশিয়া কাপ থেকে বাদ দেওয়া হয় তাকে।

তবে বিসিবির চিকিৎসকরা আশাবাদী ছিলেন এবাদত বিশ্বকাপের আগে আগে ফিট হয়ে উঠবেন। তাকে দ্রুত সুস্থ করে তুলতে এবং হাঁটুর লিগামেন্টের অবস্থা সম্পর্কে ঠিকঠাক ধারণা পেতে বিদেশি চিকিৎসকের পরামর্শ নেওয়ার সিদ্ধান্ত নেয় বোর্ড। এখন কখন, কোথায় তার হাঁটুর অস্ত্রোপচার হবে ওই সিদ্ধান্ত নিতে হবে বিসিবির মেডিকেল বিভাগকে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.