সহিংসতার জেরে মধ্য আমেরিকার দেশ হন্ডুরাসের উত্তরাঞ্চলের দুটি শহরে কারফিউ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার।
গত শনিবার রাতে পৃথক সহিংস ঘটনায় শহর দুটিতে ২৪ জন নিহত হয়েছেন। এই প্রেক্ষাপটে গতকাল রোববার শহর দুটিতে কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়।
দেশটির পুলিশের মুখপাত্র এডগার্দো বারাহোনা জানিয়েছেন, গত শনিবার রাতে হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় চোলোমা শহরের একটি বিলিয়ার্ডস হলে ভারী অস্ত্রধারী ব্যক্তিরা নির্বিচারে গুলি চালান। এতে ১৩ জন নিহত হন। গুরুতরভাবে আহত হন একজন।
পুলিশের এই কর্মকর্তা জানান, একই দিন রাতে শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলে অন্তত ১১টি খুনের ঘটনা ঘটে।
সহিংসতার জেরে হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো দেশটির চোলোমা শহরে ১৫ দিনের জন্য কারফিউ ঘোষণা করেছেন। এই সময়কালে শহরটিতে প্রতিদিন রাত ৯টা থেকে ভোর ৪টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। শহরটিতে কারফিউ জারির এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
এ ছাড়া সান পেড্রো সুলে শহরেও কারফিউ জারির ঘোষণা দেওয়া হয়েছে। শহরটিতে আগামী ৪ জুলাই এই কারফিউ কার্যকর হবে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট টুইটারে বলেছেন, সহিংসতার জেরে অভিযান, তল্লাশি, আটক প্রভৃতি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সহিংসতা মোকাবিলায় হন্ডুরাসের কিছু অংশে গত বছরের ডিসেম্বর থেকে আংশিক জরুরি অবস্থা জারি রয়েছে।