সিলেটের জৈন্তাপুর উপজেলার লালাখাল সীমান্তের তেলাঞ্জি নামক স্থানে ভারতীয় খাসিয়াদের গুলিতে একজন বাংলাদেশি নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা জানান, এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকালে সারী নদীর ১৩০১ নং মেইন পিলারের পাশে এ ঘটনা ঘটে। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি জানান, ভারতীয় খাসিয়াদের গুলির পর একজন পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর মারা যান।
স্থানীয়রা জানান, চোরাকারবারি মনে করে ভারতীয় খাসিয়ারা গুলি চালায়। গুলিতে আহত হন জৈন্তাপুর উপজেলার কালিঞ্জিবাড়ী গ্রামের মৃত ইসমাইল মিয়ার ছেলে রুবেল হোসেন (২২), উত্তর কামরাঙ্গী গ্রামের মোহাম্মদ আলীর দুই ছেলে আব্বাস মিয়া (২৫) ও মিজান মিয়া (২২)। গুলির পর রুবেল পানিতে পড়ে যান। তাকে উদ্ধার করে জৈন্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার দিকে তিনি মারা যান।
আহত অপর দুইজন স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। এ বিষয়ে ১৯ বিজিবির লালাখাল ক্যাম্পের কোনো বক্তব্য পাওয়া যায়নি।