‘শেষ দুই মিনিট প্লেনটি খুব কাঁপছিল, আমিও ভয়ে কাঁপছিলাম’

0
82
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

কক্সবাজারে সিনেমার শুটিং শেষ করে গতকাল বুধবার ঢাকায় ফিরেছেন আশনা হাবিব ভাবনা। কিন্তু ফেরার সময় বিরূপ আবহাওয়ার মুখোমুখি হন। ঝোড়ো বাতাসের মুখে পড়ে তাঁদের বহনকারী উড়োজাহাজটি। দুশ্চিন্তা নেমে আসে যাত্রীদের মধ্যে। উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করার পর হাঁফ ছেড়ে বাঁচেন ভাবনারা।

আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

ফেরার অভিজ্ঞতা ভাগাভাগি করে এই অভিনেত্রী বলেন, ‘আমার জীবনে এমন মুহূর্ত এর আগেও বেশ কয়েকবার এসেছে। এবার ছিল একদমই অন্য রকম। কক্সবাজার থেকে উড়াল দেওয়ার পর ঢাকায় পৌঁছানোর ঠিক আগেই তুমুল ঝড় শুরু হয়। প্রচণ্ড ঝোড়ো বাতাসে উড়োজাহাজটি বাম্পিং শুরু করে। শেষ দুই মিনিট প্লেনটি খুব কাঁপছিল, আমিও ভয়ে কাঁপছিলাম। ভয়ে সবাই চুপচাপ ছিলাম। আমি আয়াতুল কুরসি পড়ছিলাম। অবশেষে ঢাকায় আসার পর শান্তির নিশ্বাস নিয়েছি।’

আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

ভাবনা জানান, গতকাল দুপুর দুইটার দিকে কক্সবাজারে থেকে ফেরার কথা থাকলেও পরে দুই ঘণ্টা দেরিতে তাঁদের যাত্রা শুরু হয়। বিকেল পাঁচটার দিকে ঝড়ের কবলে পড়েন। জানা যায়, যাত্রীরা ভয় পেলেও সবাই চুপচাপ ছিলেন।

রায়হান খান পরিচালিত ‘এক্সকিউজ মি’ সিনেমার জন্য কক্সবাজারে গিয়েছিলেন অভিনেত্রী ভাবনা। একটি গানের শুটিং শেষে গতকাল ঢাকায় ফিরেছেন। এই প্রথম তাঁকে দেখা যাবে চিত্রনায়ক জিয়াউল রোশানের বিপরীতে।

আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

সম্প্রতি তাঁরা একসঙ্গে গানের দৃশ্যে নেচেছেন। সহ–অভিনেতা রোশান সম্পর্কে ভাবনা বলেন, ‘সহ–অভিনেতার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকাটাকেই আমি সব সময় প্রাধান্য দিই। কারণ, নিজেদের মধ্যে আগে থেকেই কথাবার্তা হয়ে থাকলে অভিনয়ের জায়গায় ভালো সিংক তৈরি হয়। আমরা রিহার্সাল করেছি। একসঙ্গে কাজটি নিয়েও আশাবাদী।’

‘ভয়ংকর সুন্দর’, ‘লাল মোরগের ঝুঁটি’তে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন ভাবনা। সম্প্রতি তিনি ‘দামপাড়া’ ও ‘যাপিত জীবন’ সিনেমার কাজ শেষ করেছেন। জানা গেল, ‘এক্সকিউজ মি’ সিনেমার একটি গানের শুটিং শেষ হলেও পরের গানের জন্য প্রস্তুতি নিচ্ছেন পরিচালক রায়হান খান। তিনি জানান, গানের শুটিংয়ের পর পুরান ঢাকায় শুটিং সেট বানিয়ে সিনেমার দৃশ্য ধারণ শুরু করবেন। সেভাবেই শিডিউল নিয়েছেন।

আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক
আশনা হাবীব ভাবনা। ছবি: ফেসবুক

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.