রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।
আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।
দুপুর ২টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি প্রধান অতিথি হিসেবে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।
ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনতায় ভরে উঠেছে মাদ্রাসা মাঠ। সভাস্থলের আশেপাশের সড়কেও অবস্থান করছেন মানুষ।
স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন জেলা থেকে আসা সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা মঞ্চে উপস্থিত থেকে বক্তৃতা করছেন। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের আশপাশে ২২০টি মাইক, ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে।
রাজশাহীতে আজ ১ হাজার ৩১৬ কোটি ৯৭ টাকার ২৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।