রাজশাহীতে আওয়ামী লীগের জনসভা শুরু

0
107
দুপুর ১২টার দিকে জনসভা শুরু হয়েছে

রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত আওয়ামী লীগের জনসভা শুরু হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পবিত্র ধর্মগ্রন্থ পাঠ ও দেশাত্মবোধক গান পরিবেশনের মধ্য দিয়ে জনসভা শুরু হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা মঞ্চে উপস্থিত রয়েছেন।

দুপুর ২টায় জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তিনি প্রধান অতিথি হিসেবে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা করবেন।

ইতোমধ্যে আওয়ামী লীগ নেতাকর্মী ও সাধারণ জনতায় ভরে উঠেছে মাদ্রাসা মাঠ। সভাস্থলের আশেপাশের সড়কেও অবস্থান করছেন মানুষ।

স্থানীয় আওয়ামী লীগ ও বিভিন্ন জেলা থেকে আসা সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতারা মঞ্চে উপস্থিত থেকে বক্তৃতা করছেন। জনসভাস্থল ঐতিহাসিক মাদ্রাসা মাঠের আশপাশে ২২০টি মাইক, ১২টি এলইডি স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে।

রাজশাহীতে আজ ১ হাজার ৩১৬ কোটি ৯৭ টাকার ২৫টি উন্নয়ন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর পাশাপাশি আনুমানিক ৩৭৬ কোটি ২৮ লাখ টাকা ব্যয়ে ৬টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.