চলতি অর্থবছরে দেশ থেকে ৭২ বিলিয়ন বা ৭ হাজার ২০০ কোটি ডলারের পণ্য ও সেবা রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যমাত্রা গত অর্থবছরের প্রকৃত রপ্তানির চেয়ে ১১ দশমিক ৫২ শতাংশ বেশি।
বুধবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে ২০২৩-২৪ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ঘোষণা করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এর আগে সংশ্লিষ্টদের সঙ্গে এ বিষয়ে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, পণ্য রপ্তানিতে ৬২ বিলিয়ন ডলার এবং সেবা রপ্তানিতে ১০ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এটি অর্জনে সরকার প্রয়োজনীয় নীতি সহায়তা দেবে।
সরকারি ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হলে বলে তিনি আশা প্রকাশ করেন।