ছবিটি তুলেছেন রয়টার্সের আলোকচিত্রী। উদিনেসের মাঠ এস্তাদিও ফ্রিউলির এক টুকরো মাটি হাতে নাপোলির এক সমর্থক। মুখে বিগলিত হাসিতেই বোঝা যায়, সবুজ ঘাসওয়ালা সেই মাটির দাম তাঁর কাছে অমূল্য।
মাটির দলাটি সেই ভক্ত হয়তো স্মারক করে রাখবেন। ছেলেপুলে কিংবা নাতি-নাতনিদের কাছে গল্পের খোরাক হয়ে থাকবে। ৩৩ বছর অপেক্ষার পর উদিনেসের এই মাটিতেই যে সিরি আ জয়ের গল্প লিখেছে নাপোলি। সেই মাটির স্পর্শ না নিলে চলে!
দুঃসাহসীরা আরেক কাঠি সরেস। মাঠের ঘাসসহ মাটিই তুলে নিয়েছেন। সব উদ্যাপন শেষে হয়তো সে মাটি শিয়রে রেখে একটু ঘুমোবেন। কত দিন পর এই শান্তির ঘুম!