মেয়ের অঙ্গহানির বিচার চাইলেন নুসরাত

0
93
সংবাদ সম্মেলনে নুসরাত আরা ময়না।

নিজের শ্লীলতাহানি ও মেয়ের অঙ্গহানির অভিযোগ এনে খুলনা শেখ আবু নাসের হাসপাতালের অধ্যাপক ডা. নিশাত আব্দুল্লাহর বিচার দাবি করেছেন ভুক্তভোগী নুসরাত আরা ময়না। এছাড়া তার শিশু কন্যা অথৈকে খুলনার কোনো ডাক্তার এখন চিকিৎসা দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি।

বৃহস্পতিবার দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নুসরাত আরা। এ সময় তিনি মানবাধিকার সংগঠনগুলোকে তাদের অসহায় পরিবারের পাশে থাকার অনুরোধ জানান। নুসরাত আরা ডা. নিশাতের ওপর হামলায় অভিযুক্ত এএসআই নাঈমুজ্জামান শেখের স্ত্রী।

নুসরাত আরা বলেন, ডা. নিশাত আব্দুল্লাহ আমার স্বামীর বিরুদ্ধে ২৫ ফেব্রুয়ারি রাতে যে এজাহার  করেন তাতে রাত ১০টায় হামলার কথা উল্লেখ করেন। আবার বিএমএ নেতা ডা. বাহার সংবাদ সম্মেলনে বলেন রাত ১টায় হামলা ও ভাঙচুর হয়েছে। কিন্তু আমার কাছে রাত ১১টা ৫৪ মিনিটের ৪৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ রয়েছে। যেখানে দেখা যাচ্ছে- নিশাত আব্দুল্লাহ সম্পূর্ণ সুস্থ ও ওটি ভাঙচুরের কোনো আলামত নেই। আমার প্রশ্ন তাহলে কখন মারধর ও ভাঙচুর হলো?

তিনি বলেন, মিথ্যা মামলা দিয়ে আমার স্বামীকে হয়রানি করা হচ্ছে। আমার মেয়েকে চিকিৎসা দেওয়া হচ্ছে না। ফলে আমার মেয়ের হাতের অবস্থার চরম অবনতি হচ্ছে। এর দায়ভার কে নেবে? শুধু আমার মেয়ে নয়, গুটি কয়েক চিকিৎসক কর্মবিরতি দিয়ে সাধারণ মানুষকে চিকিৎসা না দিয়ে তাদের জীবন নিয়ে যে ছেলেখেলা করছেন তার দায়ভার কে নেবে?

তিনি আরও বলেন, বিএমএর কর্মকর্তারা শুধু এক পক্ষের অভিযোগের ভিত্তিতেই যে কর্মবিরতি পালন করছে, তা সম্পূর্ণ অযৌক্তিক ও রাষ্ট্রীয় আচার-আচরণের পরিপন্থী।

এ সময় তিনি অভিযোগ করেন ডা. নিশাত আব্দুল্লাহ আমার শ্লীলতাহানি করেছেন ও আমার স্বামীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছেন। আমি তার কঠোর বিচার চাই।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.