মহাখালীর খাজা টাওয়ারের আগুন পুরোপুরি নিভেছে

0
135
রাজধানী মহাখালীর খাজা টাওয়ারের আগুন পুরোপুরি নিভিছে, ২৭ অক্টোবর

রাজধানীর মহাখালীর খাজা টাওয়ারের আগুন সম্পূর্ণ নিভিয়েছে ফায়ার সার্ভিস। আজ শুক্রবার সকাল পৌনে নয়টায় এ আগুন পুরোটাই নেভানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহজাহান শিকদার।

গতকাল বৃহস্পতিবার বিকেল পৌনে পাঁচটার দিকে মহাখালীর আমতলী এলাকার ১৪ তলা ওই ভবনে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেন। উদ্ধারকাজে যোগ দেন সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসারসহ স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। এরপর প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা সাড়ে ৭টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

খাজা টাওয়ারে অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন হাসনা হেনা (২৭), মোহাম্মদ রফিকুল ইসলাম (৬৩) ও আকলিমা রহমান (৩১)।

মো. শাহজাহান শিকদার আজ বলেন, খাজা টাওয়ারের আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়েছে। সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপিত হয়েছে। এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা এখনো জানা যায়নি।

আগুন লাগার পর উদ্ধারকর্মীরা ১০ জনকে উদ্ধার করেন। তাঁদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, আগুনের সূত্রপাত কোন তলা থেকে, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.