বিশ্বকাপ খেলতে ঢাকা ছেড়েছে ক্রিকেট দল

0
176
বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ দলের ফটোসেশন। ছবি: বিসিবি

ভারতে পঞ্চাশ ওভারের মেগা বিশ্বকাপ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও কোচিং স্টাফরা। বুধবার বিকেল চারটার পরে চার্টাড বিমানে ঢাকা ত্যাগ করেছে ২৮ জনের বহর।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মঙ্গলবার ১৫ জনের চূড়ান্ত দল ঘোষণা করেছে। বিশ্বকাপে অংশ নেওয়া ১৫ ক্রিকেটারসহ হেড কোচ-সহকারী কোচ-বোলিং কোচ, টিম ফিজিও, টিম ম্যানেজারসহ আরও ১৩জন স্টাফ ভারত সফরে গেছেন।

ভারতে বাংলাদেশ দলের প্রথম গন্তব্য গোয়াহাটি। সেখানে বিশ্বকাপের দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল। যার প্রথমটি মাঠে গড়াবে একদিন পর অর্থাৎ আগামী শুক্রবার। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে চন্ডিকা হাথুরুসিংহের দল।

এরপর ২ অক্টোবর গোয়াহাটির বারশাপাড়া স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ওই ম্যাচ খেলে পরদিন বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন দলের ক্রিকেটাররা। বাংলাদেশ ৭ অক্টোবর আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে।

ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য ঘোষিত বাংলাদেশ দলে নেই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল। কোমরের ইনজুরিতে ছিলেন তিনি। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলতেই তার ওই পুরনো ব্যথা ফিরে আসে। বিশ্বকাপে খেলার জন্য তামিম পুরোপুরি ফিট না হওয়ায় তাকে দলে নেওয়া হয়নি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.