‘ফেরেশতে’ দিয়ে চলচ্চিত্র উৎসব শুরু

0
71
‘ফেরেশতে’ চলচ্চিত্রের শুটিংয়ে জয়া আহসান ও নিকিতা নন্দিনী শিমু। ছবি : সংগৃহীত

২০ জানুয়ারি শুরু হচ্ছে ২২তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। এবারের উৎসবের উদ্বোধনী সিনেমা বেছে নেওয়া হয়েছে ‘ফেরেশতে’কে; ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজমের এ সিনেমায় অভিনয় করেছেন জয়া আহসান, রিকিতা নন্দিনী, সুমন ফারুক, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলীরা। জানা গেছে, ২০ জানুয়ারি বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান শেষেই দেখানো হবে ‘ফেরেশতে’।

এর আগে গত বছর ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় সিনেমাটি। এবারই প্রথম বাংলাদেশের দর্শক সুযোগ পাবেন ‘ফেরেশতে’ দেখার। যা নিয়ে রোমাঞ্চিত ছবির অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু।

চলতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই অভিনেত্রী গতকাল সন্ধ্যায় বলেন, ‘প্রথমবারের মতো দেশের দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখতে পারব, আমি খুবই রোমাঞ্চিত।

খুবই ভালো লাগছে বছরের শুরুতে এমন একটি খবর পেয়ে। বাংলাদেশের গল্প নিয়ে প্রথমবার কোনো ইরানি নির্মাতার সঙ্গে কাজ করা ছিল খুবই আনন্দের অভিজ্ঞতা। আশা করছি, দর্শকেরা সিনেমাটি উপভোগ করবেন।’

এবারের উৎসবে ৭৪টি দেশের আড়াই শতাধিক সিনেমা দেখানো হবে। উৎসবের পর্দা নামবে ২৮ জানুয়ারি।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.