চীন-পাকিস্তানের নৌবাহিনীসহ দেশ দুটির সামরিক বাহিনীর উচিত এই অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে সামর্থ্য বাড়াতে নতুন নতুন ক্ষেত্রে সহযোগিতা বিস্তৃত করা। বেইজিং সফররত পাকিস্তানের নৌবাহিনীর প্রধান আমজাদ খান নিয়াজিকে গতকাল সোমবার এ কথা বলেছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফু। চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে এ কথা জানানো হয়।
পাকিস্তানের নৌবাহিনীর প্রধানকে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক গুরুত্বপূর্ণ। লি বলেন, ‘দুই দেশের সামরিক বাহিনীর সম্পর্ক নতুন নতুন ক্ষেত্রে বিস্তৃত হওয়া উচিত। সব ধরনের ঝুঁকি ও চ্যালেঞ্জ মোকাবিলায় চলমান সহযোগিতা নতুন উচ্চতায় নিয়ে যাওয়া উচিত।’