নির্বাচন পর্যবেক্ষণ করবে ভারত-জাপান, নিশ্চিত করেনি যুক্তরাষ্ট্র

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিং

0
151
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আসবে বলে জানিয়েছে ভারত, জাপান ও ফিলিস্তিন। দেশগুলো থেকে যথাক্রমে ৩, ১৬ ও ৬ জনের প্রতিনিধি দল পর্যবেক্ষণ করবে। তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র আসবে কি না, তা নিশ্চিত করেনি।

আজ রোববার সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন। তিনি বলেন, ‘ইইউর এক্সপার্ট মিশন আগামী ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবে। নির্বাচন পর্যবেক্ষণে ভারত, ফিলিস্তিন, ওআইসি ও আরব লিগ থেকে প্রতিনিধি দল আসবে। আরও কিছু আবেদন আছে।’

কোন দেশগুলো আসবে নিশ্চিত করেছে– এমন প্রশ্নের উত্তরে মুখপাত্র বলেন, ‘ভারত থেকে ৩, জাপানের ১৬ ও ফিলিস্তিন থেকে ৬ জন আসবেন। ফিলিস্তিনের হয়ে এখানকার দূতাবাসের প্রতিনিধিরাও থাকবেন। ওআইসি এবং আরব লিগ থেকে পর্যবেক্ষক পাঠাবে বললেও এ মুহূর্তে তাদের সংখ্যা আমাদের কাছে নেই। আর যুক্তরাষ্ট্র নির্বাচন পর্যবেক্ষণ করার বিষয়ে নিশ্চিত করেনি। অন্য আবেদনগুলোর ওপর কাজ হচ্ছে, তারা নিশ্চিত করলে নির্বাচন কমিশনকে জানানো হবে।’

তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণকে কেন্দ্র করে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি বিষয়ে এক দশক ধরে চলা জটিলতা নিরসনে গত সেপ্টেম্বরে ইউনেস্কোর দরকষাকষিতে অংশ নেয় বাংলাদেশ। এতে সফলতার সঙ্গে সব অপপ্রচার ভুল প্রমাণিত করে সুন্দরবনের বিশ্ব ঐতিহ্যের নিবন্ধন সুরক্ষিত রয়েছে।’

সেহেলী সাবরীন জানান, ১০-১১ ডিসেম্বর কাতারে ‘২১তম দোহা ফোরামে’ অংশ নিতে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী। শনিবার দোহার উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী।

বুদ্ধিজীবী হত্যায় জড়িত চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফকে দেশে ফেরত আনার বিষয়ে আরেক প্রশ্নে তিনি জানান, নৃশংস এ হত্যাকাণ্ডের হোতা চৌধুরী মাইনুদ্দিন ও আশরাফকে ফেরত আনার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় সর্বদা তাদের অবস্থানরত দেশগুলোর সঙ্গে যোগাযোগ রাখছে। আইনি প্রক্রিয়াও চলমান। মাইনুদ্দিন যুক্তরাজ্য এবং আশরাফ আছেন যুক্তরাষ্ট্রে।

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.