ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়েই সম্ভবত টি-২০ ফরম্যাটে নতুন যাত্রা শুরু করতে যাচ্ছে ভারত। হার্ডিক পান্ডিয়া দলকে নেতৃত্ব দিচ্ছেন। তার অধীনেই পরবর্তী টি-২০ বিশ্বকাপ খেলতে পারে মেন ইন ব্লুজরা। এমনকি রোহিত শর্মা-বিরাট কোহলিদের ছাড়াই টি-২০তে এগোতে পারে ভারত।
ওই পরিকল্পনার ট্রায়াল সিরিজের শুরুটা অবশ্য ভালো হয়নি ভারতের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নতুন চেহারার দলটি সিরিজের প্রথম টি-২০ ম্যাচে ৪ রানে হেরেছে।
টস জিতে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ৬ উইকেটে ১৪৯ রান তোলে। দলের ২৯ ও ৩০ রানে ফিরে যান দুই ওপেনার কাইল মেয়ার্স ও ব্রেন্ডন কিং। ওপেনার কিং খেলেন ১৯ বলে ২৮ রানের ইনিংস।
দলকে লড়াই করার পুঁজি পেতে ভালো ব্যাটিং করেন চারে নামা নিকোলাস পুরান ও পাঁচে নামা রোভম্যান পাওয়েল। পুরানের ব্যাট থেকে আসে ৩৪ বলে ৪১ রানের ইনিংস। দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি।
অধিনায়ক রোভম্যান পাওয়েলের ব্যাট ছিল আরেকটু চড়াও। তিনি ৩১ বল খেলে ৪৮ রান যোগ করেন। তার ব্যাট থেকে আসে তিনটি করে চার ও ছক্কা।
জবাব দিতে নেমে ভারত ৯ উইকেটে ১৪৫ রান তুলতে পারে। দলটির দুই তরুণ ওপেনার ইশান কিশান (৬) ও শুভগন গিল (৩) ব্যর্থ হন। তিনে নামা সূর্যকুমার যাদব ২১ বলে ২১ রান করেন। চারে নামা তিলক ভার্মা খেলেন ২২ বলে তিন ছক্কা ও দুই চারে দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস।
পরে হার্ডিক পান্ডিয়া সেট হয়ে ফিরে যান। তিনি ১৯ বলে ১৯ রান যোগ করেন। সানজু স্যামসন (১২ বলে ১২) ও অক্ষর প্যাটেলও (১১ বলে ১৩) সেট হয়ে সাজঘরের পথ ধরলে হার নিয়ে মাথা নিচু করে মাঠ ছাড়ে দলটি।