‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড’

0
144
জয়ী বাংলাদেশ দলকে আফগান অধিনায়কের শুভেচ্ছা। ছবি: এএফপি

আফগানিস্তানের বিপক্ষে দাপুটে পারফরম্যান্স দিয়ে জয় পেয়েছে বাংলাদেশ। এবার ধর্মশালায় বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলবে টাইগাররা। ১০ অক্টোবরের ওই ম্যাচ নিয়ে একটা হুঙ্কার ছেড়েছেন সাবেক টাইগার অধিনায়ক মাশরাফি মর্তুজা।

আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের পারফরম্যান্স নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাস দিয়েছেন সাকিব। যার শেষে তিনি লিখেছেন, ‘দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।’

তার আগে আফগানদের বিপক্ষে সহজে জয় তুলে নেওয়ায় টিম টাইগারকে অভিনন্দন জানিয়েছেন মাশরাফি। অধিনায়ক সাকিব আল হাসানের প্রশংসা করেছেন। এছাড়া মেহেদী মিরাজকে এই দলের বড় সম্পদ বলে অ্যাখ্যা দিয়েছেন পেস বোলিংয়ে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেট নেওয়া মাশরাফি।

তিনি লিখেছেন, ‘জয়ের বিকল্প ছিল না। আফগানরা দুর্দান্ত শুরু করেছিল। কিন্তু সাকিব বরাবর দলকে ম্যাচে ফিরিয়েছেন। মাঝখানে মিরাজের আঁটসাঁট বোলিংয়ে ও পেসারদের কম্বিনেশনে বাংলাদেশ খেলা নিজেদের হাতে রাখে। সাকিবের বোলিং রোটেশন থেকে ফিল্ড প্লেসিং, এসবের সঙ্গে বোলিং নিয়ে প্রমাণ করেছে কতটা প্রো-অ্যাক্টিভ। মাঠে চাপের সময়টাতেই সে সবসময় নিজের সেরাটা বের করে আনে।’

মিরাজকে নিয়ে মাশরাফি লিখেছেন, ‘মিরাজ এই দলের সবচেয়ে বড় সম্পদ। দল তাকে যেভাবে চাচ্ছে, সেইভাবেই সেরাটা ঢেলে দিচ্ছে। এছাড়া ফাস্ট বোলিং গ্রুপ আমাদের স্বপ্নের ঘোড়া, তাদের উপর নির্ভর করছে আমাদের বিশ্বকাপ।’

ব্যাটিং নিয়ে মাশরাফি লিখেছেন, ‘ওপেনাররা রান করেনি ঠিক, তবে এপ্রোচ খারাপ ছিল না। এখনই তাদের নিয়ে বেশি আলোচনা করা ঠিক হবে না। সময় মতো জ্বলে উঠলেই চলবে। শান্ত যে এখন অনেক পরিণত ও ফর্মে আছে, আজকের ব্যাটিং তার প্রমাণ। অভিনন্দন বাংলাদেশ! দেখা হবে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।’

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.